পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Babul Supriyo: বাজপেয়ীর রাজধর্মের কথা স্মরণ করিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মের রাজনীতির অভিযোগ বাবুলের - গুজরাত দাঙ্গা

ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, এমন অভিযোগ বৃহস্পতিবার করেছেন তৃণমূলের বাবুল সুপ্রিয় ৷ তিনি এই নিয়ে টুইট করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি পুরনো ভিডিয়ো ৷ বাজপেয়ীকে গুজরাত দাঙ্গার সময় নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালনের পরামর্শ দিতে দেখা যাচ্ছে ওই ভিডিয়োতে ৷

Babul Supriyo
Babul Supriyo

By

Published : Jun 15, 2023, 1:39 PM IST

কলকাতা, 15 জুন: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি পুরনো ভিডিয়ো টুইট করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন বাবুল সুপ্রিয় ৷ বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার এই সদস্য সরাসরি বিজেপির বিরুদ্ধে ধর্মের রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি ৷

বৃহস্পতিবার সকাল 9টা 4 মিনিটে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আসলে তিনি ওগি আদিত্যনাথ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটকে রিটুইট করেন ৷ সেই ভিডিয়োতে ভারতরত্ন বাজপেয়ী গুজরাত দাঙ্গার সময় যে ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন, সেই অংশটি রয়েছে ৷

ভিডিয়োটি রিটুইট করার সময় নিজের বক্তব্য লিখেছেন বাবুল ৷ বাজপেয়ীকে শুরুতেই মহান রাষ্ট্রনায়ক বলে উল্লেখ করেছেন ৷ পাশাপাশি লিখেছেন, ‘‘যে মানুষটিকে আমরা যৌবনে ভালবাসতাম ৷’’ বাবুল আরও লিখেছেন, ‘‘একজন মানুষ এতটাই যোগ্য যে বিরোধী দলে থাকা সত্ত্বেও, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও তাঁকে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন ৷ একজন ব্যক্তি যিনি রাজধর্মের কথা বলেছিলেন ৷’’

ঠিক এর পরই নিজের প্রাক্তন দলের উদ্দেশ্য়ে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ ৷ লিখেছেন, ‘‘তিনি যদি জানতেন যে তাঁর প্রিয় দল শুধু ধর্মের রাজনীতিতে লিপ্ত হবে, তাহলে তিনি বুঝতেন খুব কমই বলেছিলেন ৷’’

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র রাজনৈতিক জীবন শুরু হয় বিজেপিতেই ৷ 2014 সালে তিনি প্রথমবার রাজনীতির ময়দানে নামেন ৷ প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হন ৷ আসানসোলের সাংসদ হিসেবে লোকসভায় পা রাখেন ৷ কেন্দ্রের মন্ত্রীও হন ৷ 2019 সালে দ্বিতীয়বার ভোটে জেতার পরও তাঁর মন্ত্রিত্ব অটুট থাকে ৷

কিন্তু 2021 সালে মোদির মন্ত্রিসভা থেকে তাঁকে বাতিল করে দেওয়া হয় ৷ তার পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে ৷ শেষ পর্যন্ত তিনি বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন ৷ প্রথম রাজনীতিতে আর থাকবেন না জানালেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ বালিগঞ্জ থেকে ভোটে জিতে প্রথমে বিধায়ক পরে মমতার মন্ত্রিসভায় জায়গা পান ৷

ফলে বিজেপির বিরুদ্ধে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:কেন্দ্রের বাঙালি বঞ্চনা ! 'হয়তো অন্য কারও ভাগ্য খুলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবুলের

ABOUT THE AUTHOR

...view details