কলকাতা, 15 জুন: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি পুরনো ভিডিয়ো টুইট করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন বাবুল সুপ্রিয় ৷ বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার এই সদস্য সরাসরি বিজেপির বিরুদ্ধে ধর্মের রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি ৷
বৃহস্পতিবার সকাল 9টা 4 মিনিটে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আসলে তিনি ওগি আদিত্যনাথ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটকে রিটুইট করেন ৷ সেই ভিডিয়োতে ভারতরত্ন বাজপেয়ী গুজরাত দাঙ্গার সময় যে ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন, সেই অংশটি রয়েছে ৷
ভিডিয়োটি রিটুইট করার সময় নিজের বক্তব্য লিখেছেন বাবুল ৷ বাজপেয়ীকে শুরুতেই মহান রাষ্ট্রনায়ক বলে উল্লেখ করেছেন ৷ পাশাপাশি লিখেছেন, ‘‘যে মানুষটিকে আমরা যৌবনে ভালবাসতাম ৷’’ বাবুল আরও লিখেছেন, ‘‘একজন মানুষ এতটাই যোগ্য যে বিরোধী দলে থাকা সত্ত্বেও, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও তাঁকে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন ৷ একজন ব্যক্তি যিনি রাজধর্মের কথা বলেছিলেন ৷’’
ঠিক এর পরই নিজের প্রাক্তন দলের উদ্দেশ্য়ে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ ৷ লিখেছেন, ‘‘তিনি যদি জানতেন যে তাঁর প্রিয় দল শুধু ধর্মের রাজনীতিতে লিপ্ত হবে, তাহলে তিনি বুঝতেন খুব কমই বলেছিলেন ৷’’