পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Slams Modi Govt: আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

বুধবার কলকাতায় শহিদ মিনারের পাদদেশে সভা করলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee at TMC Rally) ৷ ওই সভা থেকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন ৷

Abhishek Slams Modi Govt
Abhishek Slams Modi Govt

By

Published : Mar 29, 2023, 3:47 PM IST

Updated : Mar 29, 2023, 6:04 PM IST

আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

কলকাতা, 29 মার্চ: শহিদ মিনারের সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Attacks Modi Government) ৷ বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, আগামিদিনে দিল্লিতে গিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করবেন ৷

এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহিদ মিনারের পাদদেশে সভা করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন (Trinamool Congress Rally at Shahid Minar) ৷ সেই সভার প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দুপুর 2টোয় শুরু হওয়া ওই সভায় তিনটের কিছু পর পৌঁছান অভিষেক ৷ কিছুক্ষণ পর সেই সভায় বক্তৃতা দিতে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকার ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷

অভিষেকের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বাংলার সব প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে ৷ এই প্রসঙ্গে তিনি 2014 সালের 5 ফেব্রুয়ারি তখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি সভার উদাহরণ টানেন ৷ অভিষেকের বক্তব্য়, কলকাতার ব্রিগেডে হওয়া ওই সভা থেকে মোদি আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে বাংলার হাতে দু’টো লাড্ডু তুলে দেবেন ৷

এটুকু বলার পর প্রধানমন্ত্রীর সেদিনের বক্তব্য নিয়ে কটাক্ষ করেন অভিষেক ৷ জানান, বাংলার হাতে মোদি সরকার সত্যিই দু’টো লাড্ডু তুলে দিয়েছে ৷ একশো দিনের কাজেও লাড্ডু দিয়েছে ৷ তাই তিনি দিল্লিতে গিয়ে বাংলার প্রাপ্যের জন্য আন্দোলনের কথা বলেছেন ৷ এই নিয়ে দিল্লি অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ৷

একই সঙ্গে তাঁর অভিযোগ, দু’বছরে কেন্দ্রীয় সরকার বাংলার 106টি প্রকল্পে অর্থ বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে ৷ বাংলার 17 লক্ষ পরিবার 100 দিনের কাজ করেও টাকা পায়নি ৷ সব রাজ্যের টাকা ছেড়ে দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু গাজোয়ারি করে বাংলার টাকা আটকে রেখেছে ৷ পাশাপাশি বাংলার প্রকল্পগুলিতে কেন প্রধানমন্ত্রীর নাম থাকবে, কেন বাংলার নাম থাকবে না সেই প্রশ্নও তুলেছেন ৷

এদিন অভিষেক যখন শহিদ মিনারে সভা করলেন, তখন রেড রোডে আম্বেদকর মূর্তির নিচে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনিও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে ধরনা দিচ্ছেন ৷ এদিন বেলা 12টায় ওই ধরনা শুরু হয়েছে ৷ আগামিকাল সন্ধ্যা পর্যন্ত ওই ধরনা চলবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন ৷ তিনি অবশ্য এদিন কোনও কথা বলেননি ৷ নীরবে ধরনা চালিয়ে যাচ্ছেন ৷

শহিদ মিনারের মঞ্চ থেকে সেই প্রসঙ্গও তোলেন অভিষেক ৷ কর্মী-সমর্থকদের মনে করিয়ে দেন যে একই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনাও দিচ্ছেন তৃণমূল নেত্রী ৷ কার্যত বোঝাতে চান, কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এই আন্দোলনের ঝাঁঝ আগামিদিনে আরও বাড়বে ৷

আরও পড়ুন:আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনার প্রথম ঘণ্টায় নীরবতাই অস্ত্র মমতার

Last Updated : Mar 29, 2023, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details