কলকাতা, 4 ডিসেম্বর: বিধানসভা চত্বরে ও তার বাইরে ‘মমতা চোর’ স্লোগান তুলেছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা ৷ এই নিয়ে সোমবার বিরোধী দলনেতাকে পালটা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শুভেন্দু অধিকারীকে কার্যত পকেটমারের সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ দিন কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল, ‘ইন্ডিয়া’ ব্লকের ভবিষ্যৎ-সহ একাধিক ইস্যুতে সরব হন ৷ তার মধ্যেই তাঁকে বিরোধী দলনেতার তরফে তোলা দুর্নীতি সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ আসে ৷
যা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যে চোর-চোর করে চিৎকার করে, তাকে কাগজে মুড়ে টিভির পর্দায় দু’হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে ৷ ...ছোটবেলায় শুনতাম... পকেটমার হইতে সাবধান ৷ রাস্তায়, ভিড়ে বা বাসে যে চুরি করে, সে কিছুটা দূরে গিয়ে চোর চোর করে চিৎকার করে ৷ এগুলো হচ্ছে সেই পকেটমার ৷ নিজেরা পকেটমেরে চোর চোর বলে চিৎকার করে ৷ বাঙালি যদি ভাবে তাহলে মেলাতে পারবে ৷’’
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘...বিজেপির নেতারা হচ্ছে এই পকেটমার ৷ তৃণমূলের যাদের চোর বলছে, তাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়নি ৷ বিজেপির লোকেদের দেখা গিয়েছে ৷...যে কাগজে মুড়িয়ে টাকা নিল, সে কি ধোয়া তুলসিপাতা আজ বিজেপিতে গিয়েছে বলে !’’