পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

21 July Sahid Diwas: একুশের মঞ্চে 'জোট সমীকরণ' নিয়ে সাবধান তৃণমূল - তৃণমূল কংগ্রেসের

একুশের মঞ্চে বেলাগাম মন্তব্যে লাগাম দিতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় । জোট-সমীকরণকে সামনে রেখেই সাবধানী অবস্থান নিয়েছে তৃণমূল।

21 July Sahid Dibas
একুশের মঞ্চে

By

Published : Jul 21, 2023, 1:47 PM IST

Updated : Jul 21, 2023, 2:39 PM IST

কলকাতা, 21জুলাই:21-র মঞ্চ থেকে কোনও বেলাগাম মন্তব্য বরদাস্ত নয় । সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বকে এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তথ্য বলছে, বিরোধী জোট-সমীকরণ নিয়ে সাবধানী নেত্রী। তাই এবারের 21 জুলাই ঘিরে বাড়তি সতর্ক মমতা । একুশের মঞ্চে কোনও তৃণমূল নেতা বা সমর্থকের মন্তব্য যাতে জোট-সমীকরণকে প্রভাবিত না করে, সেই নিয়ে সাবধান করেছেন মমতা । অতীতে এই একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার স্লোগান উঠেছিল । 2023 এর 21-র মঞ্চে এই ধরণের শ্লোগান বা বক্তব্যের উপর রাশ টানলেন তৃণমূল নেত্রী বলেই জানা যাচ্ছে ।

বিজেপির বিরুদ্ধে 26 দলের বিরোধী জোটে অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। সেই ঘোষিত বিরোধী জোটের নাম-ইন্ডিয়া । রণকৌশল মেনে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এই জোট যে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছেন খোদ তৃণমূল নেত্রী । আরে সেই কারণেই, তৃণমূলের অন্দরে নেতাদের মধ্যে যে কথা কাটাকাটি সামনে আসছে । সেই নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মমতা। বিশেষ করে তৃণমূলের অন্যতম দুই মুখ শুভপ্রসন্ন ও কুণাল ঘোষের চলা দীর্ঘ কথা কাটাকাটি দেখেই এই সিদ্ধান্ত নেত্রীর বলে জানা যাচ্ছে ।

পঞ্চায়েত ভোট-হিংসায় যখন তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা, তখন শুভপ্রসন্নকে বলতে শোনা যায়, "গণতন্ত্রের উৎসবে এত মানুষের প্রাণ যাচ্ছে, বাংলায় যা হয় সারা দেশের কোথাও হয় না । এই বক্তব্যের বিরুদ্ধেই কুণাল ঘোষের পালটা," ওঁর চুলকুনি হয়েছে । মলম দরকার । শুভপ্রসন্ন জানেন না পঞ্চায়েত ভোটে কয়েক হাজার বুথে ভোট শান্তিপূর্ণ হয়েছে ।"

আরও পড়ুন: একুশে জুলাইয়ের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক

কোনওভাবেই দলীয় নেতাদের এই ধরণের কাজিয়া যাতে একুশের মঞ্চকে প্রভাবিত না করে, সেই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছেন তৃণমূল নেত্রী । অ-বিজেপি দলগুলির বিরুদ্ধেও বক্তব্য রাখার ক্ষেত্রে সাবধান থাকতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে । তৃণমল সূত্রে খবর, বিরোধী জোট নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস ।

লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ইন্ডিয়া-র রূপরেখা ইতিমধ্যেই তৈরি । এবার রণকৌশলে নেবে বিরোধী শিবির । সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মমতা । সেই কারণেই একুশের সভা ঘিরে আগাম সতর্কতা জারি করেছেন তিনি । একুশের মঞ্চে, আগামী এক বছরে তৃণমূল কংগ্রেসের কাজের রূপরেখার উপর জোর দেওয়া হবে বলেই জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Last Updated : Jul 21, 2023, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details