কলকাতা, 25 নভেম্বর : শুভেন্দু অধিকারীর মান ভাঙাতে আরও একটি বৈঠকের উদ্যোগ নিচ্ছে তৃণমূল নেতৃত্ব । সূত্রের খবর, দ্রুত হতে পারে তৃতীয় দফার বৈঠক । ইতিমধ্যেই শুভেন্দুর সঙ্গে দু'টি বৈঠক করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও সাংসদ সৌগত রায় । যদিও দু'টি বৈঠকেই বরফ গলার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ তবে, হাল ছাড়ছেন নারাজ তৃণমূল নেতৃত্ব । তাঁরা আশাবাদী, পরবর্তী বৈঠকে গোঁসা ভাঙতে পারে মন্ত্রীর ৷
শুভেন্দুর মান ভাঙাতে তৃতীয় বৈঠকের প্রস্তুতি তৃণমূল শিবিরে - খেজুরি দিবস
গতকাল খেজুরি দিবসে দলীয় পতাকা ও প্রতীক ছাড়া মিছিল করেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা । উপস্থিত ছিলেন শুভেন্দু নিজেও ৷ তবে খেজুরিতে কোনও পালটা মিছিলের আয়োজন করেনি তৃণমূল ।
গতকাল খেজুরি দিবসে দলীয় পতাকা ও প্রতীক ছাড়া মিছিল করেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা । উপস্থিত ছিলেন শুভেন্দু নিজেও ৷ তবে খেজুরিতে কোনও পালটা মিছিলের আয়োজন করেনি তৃণমূল । মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেও তাতে খুব একটা ঝাঁঝ ছিল না। এছাড়া কয়েকদিন ধরে তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারী সম্পর্কে সুর নরম করেছেন । ফলে, দু'পক্ষের তরফেই খোলা থাকছে আলোচনার দরজা ।
সোমবার শুভেন্দুর সঙ্গে একান্ত বৈঠক করেন সৌগত রায় । বৈঠকের পর অবশ্য শুভেন্দু সম্পর্কে ইতিবাচক কোনও বার্তা দিতে পারেননি তৃণমূলের বর্ষীয়ান এই সংসদ। তবে সমস্যা মিটবে বলে এখনও আশাবাদী তিনি । হাল ছাড়ছে না দলও । তৃতীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে খবর । শুভেন্দুর সঙ্গে যাঁদের দ্বন্দ্ব দেখা দিয়েছে, তাঁদের উপস্থিতিতে তৃতীয় বৈঠক হবে বলে জানা গিয়েছে । তবে কবে এই তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক হবে তা এখনও খোলসা করেননি নেতৃত্ব । যত দ্রুত সম্ভব বৈঠক করে সমস্যার নিস্পত্তি ঘটাতে চাইছেন তৃণমূল নেতারা । এখন ওই তৃতীয় বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।