পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Protest At Delhi: ট্রেন বাতিল, এবার বাসে করেই 100 দিনের কর্মীদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল - tmc

2 ও 3 অক্টোবরের ওই কর্মসূচির জন্য বাসে করেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷ শুক্রবারই বাতিল হয়ে গিয়েছে তাদের ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা ৷

ETV Bharat
বাসে করেই দিল্লিতে তৃণমূল

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 11:02 PM IST

Updated : Sep 29, 2023, 11:08 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর:ট্রেন বাতিল তবু কর্মসূচি বাতিল হচ্ছে না তৃণমূলের। নির্ধারিত সূচি মেনেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া পাওয়া আদায়ে দিল্লিতে 2 দিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছে তৃণমূল ৷ এই কর্মসূচিতে দলীয় সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি-সহ 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷ 2 ও 3 অক্টোবরের ওই কর্মসূচির জন্য 30 সেপ্টেম্বর হাওড়া থেকে বিশেষ ট্রেনে করে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷ এর জন্য রেলকে আগাম চিঠি দিয়েছিল তৃণমূল ৷ দেওয়া হয় ট্রেন বুকিংয়ের টাকাও ৷ কিন্তু শুক্রবারই ওই বিশেষ ট্রেনের অনুমতি দিয়েও বাতিল করে দিয়েছে রেল ৷ কিন্তু এতে দমতে রাজি নয় তৃণমূল ৷ তারা বাসে করেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে ট্রেন বাতিল করে তাদের যাত্রা ভঙ্গ করা যাবে না । তাদের ন্যায্য পাওনা আদায়ে দিল্লি যাবেনই রাজ্যের একশো দিনের শ্রমিকরা । ট্রেন বাতিল, তাই এবার বাসে করেই দিল্লি যাবেন তাঁরা । দলের তরফে তৃণমূল কর্মী, নেতা এবং ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । রাজ্যের এক মন্ত্রী এ বিষয়ে সত্যতা স্বীকার করেও নিয়েছেন । তাঁর স্পষ্ট বক্তব্য, যতই তৃণমূলকে আটকানোর চেষ্টা হবে আমরা দিল্লি যাওয়ার জন্য ততই দৃঢ়প্রতিজ্ঞ হব । অভিষেকের নেতৃত্বে দিল্লী যাচ্ছেন ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডাররা ।

আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

তবে তৃণমূল যে তাদের এই ঘোষিত কর্মসূচি বাতিল করবে না, সে কথা এদিন সন্ধ্যাতেই জানিয়েছিলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যান অভিষেক ৷ সেখানেই তিনি জানান, শেষ মুহূর্তে ট্রেন বাতিল করে তাদের আটকানো যাবেনা, রাজ্যের বঞ্চিত মানুষের আওয়াজ দিল্লি পৌঁছবেই ৷ প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করা হবে ৷ সেই মতো, প্রায় 100টি বাসে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷ মূলত রাজ্যের জব কার্ড হোল্ডাররাই এই বাসগুলিতে যাবেন, বর্তমানে তাঁরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আছেন ৷

Last Updated : Sep 29, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details