কলকাতা, 27 অক্টোবর:জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দল এই মুহূর্তে কোনও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ শুক্রবার স্পষ্ট ভাষায় সে কথাই জানিয়ে দিলেন রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজেপি কোনও ষড়যন্ত্র করবে আর তার প্রেক্ষিতে এজেন্সি কাউকে কালিমালিপ্ত করার জন্য হঠাৎ গ্রেফতার করবে, শুধু এই ঘটনার উপর দাঁড়িয়ে দল কোনও ব্যবস্থা নিতে পারে না।
কুণাল ঘোষের কথায়,"একজনকে ধরা হয়েছে। এর পিছনে চক্রান্ত আছে। দলবদলু গদ্দারদের চক্রান্ত আছে। এজেন্সির অপব্যবহার আছে । বিজেপি চক্রান্ত করবে, তারা মিথ্যা রটাবে। এজেন্সির অপব্যবহারের কারণে একটা গ্রেফতার হবে । এই গ্রেফতারির উপর দাঁড়িয়ে দল ব্যবস্থা নেবে, এটা হতে পারে না।" ফলে কুণালের এই মন্তব্য থেকে আরও একবার স্পষ্ট, অন্তত জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এই মুহূর্তে তাঁর পাশ থেকে সরছে না দল ৷ রেশনবন্টন দুর্নীতিতে শুক্রবার ভোর রাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এদিনই তাঁর 11 দিনের জন্য ইডি হেফাজত হয়েছে ৷
বিগত সময়ে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর যেভাবে তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল এক্ষেত্রে তেমনটা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে । বরং দল সর্বাত্মকভাবেই তাঁর পাশে থাকছে । প্রসঙ্গত, বৃহস্পতিবারই কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন। সরাসরি তিনি জানিয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের যদি এই তদন্তকারী সংস্থার চাপে মৃত্যু হয় তখন বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করতে হবে তাদের। সেখান থেকেই বার্তাটা স্পষ্ট হয়ে গিয়েছিল । জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, গ্রেফতার হলেও তাঁকে দল থেকে এই মুহূর্তে বহিষ্কার করা হচ্ছে না তৃণমূল থেকে ।