কলকাতা, 5 ফেব্রুয়ারি : সারা বছরই কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন তৃণমূলের ছাত্রনেতারা । আলাদা করে জনসংযোগের জন্য সরস্বতী পুজোর দিনকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় না । জনসংযোগ চলতে থাকে বছরভর ৷ তবে চলতি বছরের বিধানসভা নির্বাচন ৷ তাই এবছর সরস্বতী পুজো কেউ হাতছাড়া করতে চান না । সরস্বতী পুজোর দিন জনসংযোগ বাড়ানোয় বাড়তি নজর থাকবে তৃণমূল ছাত্র পরিষদের ৷
সরস্বতী পুজোর পর এই রাজ্যে সম্ভবত নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে । সেই কারণে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে ।
বৈশ্বানর চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব ছাত্র নেতা । তিনি জানিয়েছেন, ‘‘বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা করা হয় । ছোট থেকেই সরস্বতী পুজো করে আসছেন তিনি । বিজেপি নেতারা ভোটের জন্য মহাপুরুষদের জন্মদিন পালন থেকে শুরু করে বিভিন্ন পুজো পার্বণ নিয়ে রাজনীতি করছে । ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে ।’’ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিজেদের এলাকার প্রত্যেক মানুষের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন তিনি । তাই বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না । তবে যেহেতু এবার বিধানসভা নির্বাচন, ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভোটার ৷ তাই জনসংযোগ বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সরস্বতী পুজোকে ৷
সরস্বতী পুজোর দিন জনসংযোগে বিশেষ গুরুত্ব তৃণমূলের আরও পড়ুন : স্ত্রী-বউদিসহ 64 জন তৃণমূল কর্মীকে চাকরি দিয়েছেন, স্বীকার বিধায়কের
তৃণমূলের দীর্ঘদিনের জনপ্রতিনিধি নিজের এলাকায় সাড়ম্বরে সরস্বতী পুজোর আয়োজন করেন । প্রায় 36 বছর ধরে নিজের এলাকায় এই সরস্বতী পুজোর দায়িত্ব সামলাচ্ছেন । সেই স্বপন সমাদ্দার জানিয়েছেন, সরস্বতী পুজো বাংলায় নতুন নয় । বাংলায় দুর্গাপুজো, কালীপুজোর মতোই বাড়িতে বাড়িতে স্কুলে, কলেজে সর্বত্র সরস্বতী পুজো হয় । তিনি অভিযোগের সুরে বলেন, ‘‘গৃহমন্ত্রী বলেছিলেন বাংলায় দুর্গাপুজোর মতো সরস্বতী পুজো হয় না । আসলে বিজেপির নেতারা বাংলা সম্পর্কে কিছুই জানেন না । বাংলায় দূর্গাপুজো, কালীপুজো যেমন হয়, তেমনই ঈদ, মহরম থেকে ছট পুজো, বড়দিন, নববর্ষ সবকিছুকে সমান গুরুত্ব দিয়ে পালন করা হয় । আমরা জনপ্রতিনিধি হিসেবে সারা বছরই মানুষের সঙ্গে যোগাযোগ রাখি । কোনও পুজো পার্বণের দিনকে বেছে নিই না ৷ যদিও এবছর বিধানসভা নির্বাচন রয়েছে তাই মানুষের সঙ্গে আরও বেশি দেখা-সাক্ষাৎ হবে সরস্বতী পুজোর দিন ।’’