কলকাতা, 16 এপ্রিল : নববর্ষের দিন শাসক দলের দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে ধুন্ধুমার ৷ এক কাউন্সিলরের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন আরেক কাউন্সিলরের ভাই । ঘটনাটি পয়লা বৈশাখের রাতে উত্তর কলকাতার জাকারিয়া স্ট্রিটের । শুক্রবার একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয় ঘাসফুলের দুই গোষ্ঠীর মধ্যে । অভিযোগ, এখানে 43 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আয়েশা কনিজের সমর্থকেরা 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন ও তাঁর ভাইয়ের উপর চড়াও হয় (TMC Inner Clash took place in Zakaria Street over bike accident in Kolkata) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিনের ভাই রাজ ও তার এক বন্ধু স্কুটার নিয়ে যাওয়ার সময় মীরজ নামের এক ব্যক্তিকে ধাক্কা মারেন । প্রসঙ্গক্রমে বাইকের ধাক্কায় আহত মীরজ আয়েশা কনিজের অনুগামী ৷ এতে দু'পক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড শুরু হয় ৷ অভিযোগ, এরপর বাইকচালক তথা 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিনের ভাইকে ধরে মারধর করে আয়েশা কনিজের সমর্থকেরা । তাঁকে আটকে রাখা হয় । কোনওমতে প্রাণ বাঁচিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন জসিমউদ্দিনের ভাই । তাঁকে বাঁচাতে কাউন্সিলর দাদা জসিমউদ্দিনকে ফোন করেন রাজ । তাঁকে ছাড়াতে তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন তাঁর এলাকার অনুগামীদের নিয়ে হাজির হন ঘটনাস্থলে ।