পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিমতায় সালিশি সভায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম একাধিক - TMC inner clash

কয়েকদিন আগে এলাকার এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনার মীমাংসার জন্য গতকাল সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিমুদ্দিনের নেতৃত্বে সালিশি সভা বসে । অভিযোগ, নাজিমুদ্দিন ওই যুবতির পক্ষ নেন । অন্যদিকে, নাজিমুদ্দিনের বিরোধী গোষ্ঠী নামে পরিচিত অপরেশ ঘোষ অভিযুক্তের পক্ষে ছিল বলে স্থানীয় সূত্রে খবর । সভাচলাকালীনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷

nimta
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

By

Published : Aug 7, 2020, 7:56 AM IST

কলকাতা , 7 অগাস্ট : নিমতায় সালিশি সভা চলাকালীন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । গতকাল রাতে যুবতির ধর্ষণের ঘটনার মীমাংসা করার জন্য আয়োজিত সালিশি সভায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাধে । ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন ।

কয়েকদিন আগে এলাকার এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনার মীমাংসার জন্য সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিমুদ্দিনের নেতৃত্বে সালিশি সভা বসে । অভিযোগ, নাজিমুদ্দিনবাবু ওই যুবতির পক্ষ নেন । অন্যদিকে, নাজিমুদ্দিনের বিরোধী গোষ্ঠী নামে পরিচিত অপরেশ ঘোষ অভিযুক্তের পক্ষে ছিল বলে স্থানীয় সূত্রে খবর । এই সভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । দুইপক্ষই একে অপরের বিরুদ্ধে চড়াও হয় । ঘটনায় প্রায় 10-12 জন জখম হন ।

নাজিমুদ্দিন শেখ জানান, গতকাল তাঁর কাছে আসেন নির্যাতিতা ও তাঁর মা । তাঁরা ন্যায্য বিচার চান । তা নিয়ে সালিশি সভা চলছিল । হঠাৎই সেখানে অপরেশ ঘোষ কয়েকজন ছেলেকে নিয়ে এসে হামলা চালায় । কয়েকজনকে মারধর করে ।

অপরেশ ঘোষের বক্তব্য, আইন-আদালতের মাধ্যমে মেয়েটির ন্য়ায়বিচার হওয়া উচিত । এর জন্য সালিশি সভা ডাকার প্রয়োজন ছিল না । এর আগেও দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়েছে ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । এলাকায় পুলিশ পিকেট বসানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details