পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিড়ের একাধিক পদ খেয়ে কৈলাসের মন্তব্যের প্রতিবাদ - রানী রাসমণি এভিনিউয়ের ধরনা মঞ্চে চিঁড়ে খেয়ে প্রতিবাদ

নিজের বাড়িতে নির্মাণ শ্রমিকরা চিড়ে খাচ্ছিলেন । আর তা দেখেই তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁর এই মন্তব্যের প্রতিবাদে আজ কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে প্রতিবাদ জানাল তৃণমূল মহিলা কংগ্রেস । মঞ্চের মধ্যে চিড়ের একাধিক পদের খাওয়া-দাওয়া সারলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সি ও মালা রায়ের মত তৃণমূলের মহিলা নেত্রীরা।

TMC in protest of Kailas' comments
কৈলাসের মন্তব্যের প্রতিবাদ

By

Published : Jan 26, 2020, 4:35 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : চিড়ে খেলেই বাংলাদেশি!

কৈলাস বিজয়বর্গীয় চিড়ে খাওয়া নিয়ে মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বিতর্ক দেখা দিয়েছে । তৃণমূলের নেতারা আগেই এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন । আর আজ কলকাতার রানী রাসমণি এভিনিউয়ের মঞ্চে এই বিষয়ে প্রতিবাদ জানাল তৃণমূল মহিলা কংগ্রেস । মঞ্চের মধ্যে চিড়ের একাধিক পদের খাওয়া-দাওয়া সারলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সি ও মালা রায়রা ।

নিজের বাড়িতে নির্মাণ শ্রমিকদের চিড়ে খাওয়া দেখে BJP -র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় তাদের বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেন । BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান,তাঁর বাড়িতে কয়েকদিন আগে নির্মাণ কাজ চলছিল। তখন নির্মাণ শ্রমিকরা খাওয়া দাওয়া করছিলেন । আর সেই খাদ্যাভাস দেখেই নাকি বিজয়বর্গীয় বুঝে নেন শ্রমিকরা বাংলাদেশি । বিজয়বর্গীয়র এই মন্তব্যের পর সোশাল মিডিয়াজুড়ে শুরু হয়েছে বিতর্ক ।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, "যাঁরা হতদরিদ্র মানুষকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন তাঁরা কতটা মানুষের পর্যায়ে পড়েন সেটাই দেখতে হবে।" আর আজ CAA বিরোধী মঞ্চ থেকে প্রতিবাদে মুখর হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সি ও মালা রায়ের মতো মহিলা নেত্রীরা । প্রসঙ্গত, CAA -র বিরুদ্ধে রানী রাসমণি এভিনিউয়ে টানা কর্মসূচি চলছে তৃণমূলের। প্রথম ১৬ দিন টানা ধরনা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এবারে লাগাতার ধরনা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রীরা। এই ধরনা মঞ্চেই আজ BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে চিড়ের বিভিন্ন পদ খেয়ে প্রতিবাদ জানালেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details