কলকাতা, 3 সেপ্টেম্বর: 2010 সালে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় আড়াই লক্ষ অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছিল । বিধান সভায় দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী দাবি করলেন মানবিক কারণে বর্তমান সরকার সেইসব কর্মচারীদের দায়ভার বহন করে চলেছে ।
ওয়েষ্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) বিল 2019 আজ রাজ্য বিধানসভায় পাশ হয় । বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য সরকারি দপ্তরে কর্মসংস্থান নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন । তাঁর অভিযোগ, 'তৃণমূলের আমলে সরকারি দপ্তর, সরকার পোষিত স্কুলে নিয়োগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ।'
এর জবাবে পরিষদীয় মন্ত্রী রাজ্যের পূর্বতন বাম সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল পরিমাণ অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলে সরব হন । তিনি অভিযোগ করেন, শুধুমাত্র 2010 সালে বিভিন্ন দপ্তর, পঞ্চায়েত, পুরসভা, SSK , MSKর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আড়াই লাখ কর্মচারি নিয়োগ করা হয়েছিল । মানবিক কারণে বর্তমান সরকার সেই সব কর্মীর দায় বহন করে চলেছে ।
প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় বিলের ওপর আলোচনার সময় বিলের আইনি ত্রুটি নিয়ে বিরোধীরা অভিযোগ সরব হন ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দাবি মেনে নিয়ে বিলের ওপর আলোচনা স্থগিত রাখেন । আজ বিলটি পুনরায় আলোচনার জন্য সভায় পেশ হয় ।
বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, "এই বিল নিয়ে এডভোকেট জেনারেল তার মতামত জানিয়েছেন । যেহেতু বাতিল হওয়া পুরোনো আইন এই বিলের মাধ্যমে পুনরুজ্জীবিত হচ্ছে সেইকারণে এই বিলে নতুন করে আর্থিক অনুমোদন বা রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন নেই । "