কলকাতা, 23 এপ্রিল: আগামিকাল থেকে 'তৃণমূলের নব জোয়ার' কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় যোগ দিতে কলকাতা থেকে রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25 তারিখ থেকে জেলায় জেলায় শুরু গ্রাম বাংলার মতামতের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। এই কর্মসূচির আগে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। রাজ্য এবং জোনাল দুই স্তরে এই নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।
রাজ্যস্তরে এই নির্বাচনী কমিটিতে রয়েছে 22 জন সদস্য। আর জোনাল স্তরে আটটি ভাগ করে জোনাল কমিটি গঠন করা হয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারকে নিয়ে তৈরি হয়েছে জোনাল 1 নম্বর কমিটি। 2 নম্বর জোনাল কমিটিতে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলা। 3 নম্বর জোনাল কমিটিতে রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। 4 নম্বর জোনাল কমিটিতে রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। 5 নম্বর জোনাল কমিটিতে রয়েছে দুই মেদিনীপুর। 6 নম্বর জোনাল কমিটিতে রয়েছে হাওড়া এবং হুগলি জেলা। সাত নম্বর জোনাল কমিটিতে রয়েছে শুধু নদিয়া জেলা। 8 নম্বর জোনাল কমিটিতে রয়েছে দুই 24 পরগনা।