পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Formed Election Committee: অভিষেকের জনসংযোগ কর্মসূচির প্রাক্কালে নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। রাজ্য এবং জোনাল এই দুই স্তরে এই নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।

TMC Formed Election Committee
অভিষেকের জনসংযোগ কর্মসূচির আগেই নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের

By

Published : Apr 23, 2023, 10:16 PM IST

কলকাতা, 23 এপ্রিল: আগামিকাল থেকে 'তৃণমূলের নব জোয়ার' কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় যোগ দিতে কলকাতা থেকে রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25 তারিখ থেকে জেলায় জেলায় শুরু গ্রাম বাংলার মতামতের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। এই কর্মসূচির আগে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। রাজ্য এবং জোনাল দুই স্তরে এই নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।

রাজ্যস্তরে এই নির্বাচনী কমিটিতে রয়েছে 22 জন সদস্য। আর জোনাল স্তরে আটটি ভাগ করে জোনাল কমিটি গঠন করা হয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারকে নিয়ে তৈরি হয়েছে জোনাল 1 নম্বর কমিটি। 2 নম্বর জোনাল কমিটিতে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলা। 3 নম্বর জোনাল কমিটিতে রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। 4 নম্বর জোনাল কমিটিতে রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। 5 নম্বর জোনাল কমিটিতে রয়েছে দুই মেদিনীপুর। 6 নম্বর জোনাল কমিটিতে রয়েছে হাওড়া এবং হুগলি জেলা। সাত নম্বর জোনাল কমিটিতে রয়েছে শুধু নদিয়া জেলা। 8 নম্বর জোনাল কমিটিতে রয়েছে দুই 24 পরগনা।

আরও পড়ুন:সোমে 3 দিনের সফরে কোচবিহার যাচ্ছেন অভিষেক, কী কী কর্মসূচি ?

এদিন যে রাজ্যস্তরে কমিটি নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে তার মাথায় রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এছাড়া রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভুইয়াঁ, জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখরা। প্রসঙ্গত, এদিন রাজ্যস্তরে নির্বাচনী কমিটি ঘোষণার ক্ষেত্রে যে নাম দেওয়া হয়েছে তাতে উল্লেখযোগ্য ভাবে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর এই প্রথম এরাজ্যে দলের কোনও কমিটিতে জায়গা পেলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। একইভাবে জোনাল কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। একইভাবে জোনাল কমিটিতে নাম রয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের।

ABOUT THE AUTHOR

...view details