পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে তপশিলি জাতি ও উপজাতির জন্য পৃথক কমিটি গঠন তৃণমূলের - তপশিলি জাতি ও উপজাতির জন্য পৃথক কমিটি গঠন

ড. তাপস মণ্ডলকে করা হয়েছে তপশিলি জাতি কমিটির সভাপতি । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে প্রতিমা মণ্ডল, অসিতকুমার মণ্ডল, নবীনচন্দ্র বাগকে ।

tmc formed committee for sc and st
tmc formed committee for sc and st

By

Published : Jan 25, 2021, 8:11 AM IST

কলকাতা, 24 জানুয়ারি : দলের তপশিলি জাতি ও উপজাতি সংগঠনকে ঢেলে সাজাল তৃণমূল কংগ্রেস । গড়া হল পৃথক কমিটি । নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করে তপশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির জন্য পৃথক কমিটি গঠন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে মাঠে নেমে পড়েছে সব দল । তৃণমূল কংগ্রেসও ঘর গোছাতে তৎপর । সংখ্যালঘু ভোটব্যাঙ্কের পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির ভোটব্যাঙ্ক ধরে রাখতে কমিটি গঠন করে নয়া কৌশল নিল তৃণমূল নেতৃত্ব । পৃথক কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । ড. তাপস মণ্ডলকে করা হয়েছে তপশিলি জাতি কমিটির সভাপতি । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে প্রতিমা মণ্ডল, অসিতকুমার মণ্ডল, নবীনচন্দ্র বাগকে । একইরকমভাবে তপশিলি উপজাতি কমিটির মাথা করা হয়েছে দেবু টুডুকে । গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুকুমার মাহাত, জেমস কুজুর, জোসেফ মুন্ডা, পরেশ মূর্মু সহ অন্যরা ।

আরও পড়ুন : কোরোনার টিকা, 82নং ওয়ার্ডে সোমবার থেকে শুরু নাম নথিভুক্তকরণ

কয়েকদিন আগে রাজ্য সফরে এসে অমিত শাহ তপশিলি জাতির এক ব্যক্তির বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন । তারপরই তপশিলি ও মতুয়া সম্প্রদায়ের জন্য উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ভোটব্যাঙ্ক সুরক্ষিত করতে তপশিলি জাতি, উপজাতি সহ অন্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য কমিটি গঠন করল তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details