কলকাতা, 24 জানুয়ারি : দলের তপশিলি জাতি ও উপজাতি সংগঠনকে ঢেলে সাজাল তৃণমূল কংগ্রেস । গড়া হল পৃথক কমিটি । নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করে তপশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির জন্য পৃথক কমিটি গঠন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে মাঠে নেমে পড়েছে সব দল । তৃণমূল কংগ্রেসও ঘর গোছাতে তৎপর । সংখ্যালঘু ভোটব্যাঙ্কের পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির ভোটব্যাঙ্ক ধরে রাখতে কমিটি গঠন করে নয়া কৌশল নিল তৃণমূল নেতৃত্ব । পৃথক কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । ড. তাপস মণ্ডলকে করা হয়েছে তপশিলি জাতি কমিটির সভাপতি । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে প্রতিমা মণ্ডল, অসিতকুমার মণ্ডল, নবীনচন্দ্র বাগকে । একইরকমভাবে তপশিলি উপজাতি কমিটির মাথা করা হয়েছে দেবু টুডুকে । গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুকুমার মাহাত, জেমস কুজুর, জোসেফ মুন্ডা, পরেশ মূর্মু সহ অন্যরা ।