পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Reshuffle: তৃণমূলেও এক ব্যক্তি এক পদ, জেলা সভাপতির পদ খোয়ালেন একাধিক মন্ত্রী - TMC reshuffle

এক ব্যক্তি এক পদ (One Man One Post) নীতি মেনে বড়সড় সাংগঠনিক রদবদল (TMC Reshuffle) করল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ জেলা সভাপতির (District President) পদ থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রীদের ৷ প্রত্যেকটি জেলাকে সাংগঠনিকভাবে আলদা আলদা ভাবে ভাগও করা হয়েছে সোমবার ।

tmc following One man one post rule, major reshuffle in district president post
এক ব্যক্তি একপদে গুরুত্ব দিয়ে সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলে

By

Published : Aug 16, 2021, 6:57 PM IST

কলকাতা, 16 অগস্ট:এক ব্যক্তি এক পদ নীতি (One Man One Post) মেনে তৃণমূলে (TMC) সাংগঠনিক রদবদল (TMC Reshuffle) ৷ জেলা সভাপতির (District President) পদ থেকে সরানো হল রাজ্যের একাধিক মন্ত্রীদের ৷ একইসঙ্গে সোমবার প্রতিটি জেলাকে সাংগঠনিকভাবে আলদা আলদা ভাবে ভাগও করা হল ।

গত জুন মাসে সাংগঠনিক বৈঠকের পর দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি এক পদ নীতি গ্রহণ করা হয়েছে । ফলে সাংগঠনিক দায়িত্বে থাকা নেতা-মন্ত্রীদের আগামী দিনে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সাংগঠনিকভাবে ব্যাপক রদবদল করা হয় । একইসঙ্গে বিভিন্ন জেলার দায়িত্বে থাকা মন্ত্রীদের সরিয়ে অন্যদের সেই দায়িত্বে আনা হয়েছে ।

এদিন সাংগঠনিক জেলার যে রূপরেখা প্রকাশ করা হয়েছে, তাতে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা পুরনো সাংগঠনিক অবস্থানে থাকলেও দার্জিলিং জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে - একটি হল দার্জিলিং পার্বত্য ৷ যেখানে থাকছে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং - এই তিনটি বিধানসভা । আর দার্জিলিং সমতলের এর মধ্যে থাকছে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া - এই তিনটি বিধানসভা ৷ মুর্শিদাবাদ জেলাকে আবার দুটি ভাগ করা হয়েছে ৷ একটা হল জঙ্গিপুর, অন্যটি মুর্শিদাবাদ-বহরমপুর ৷ নদিয়া জেলাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে ৷ নদিয়া উত্তর অর্থাৎ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা ও নদিয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা । উত্তর 24 পরগনাকে চারটি সাংগঠনিক জেলায় বিভক্ত করা হয়েছে। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা, বারাসত সাংগঠনিক জেলা, বসিরহাট সাংগঠনিক জেলা এবং বনগাঁ সাংগঠনিক জেলা । দক্ষিণ 24 পরগনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেগুলি হল ডায়মন্ডহারবার-যাদবপুর এবং সুন্দরবন ।

এক ব্যক্তি একপদে গুরুত্ব দিয়ে সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলে

আরও পড়ুন:BJP Agitation : পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতার দিলীপ-শুভেন্দু

পূর্ব মেদিনীপুর জেলাকে কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলায় ভাঙা হয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলা বিভক্ত হয়েছে ঘাটাল এবং মেদিনীপুর হিসেবে ৷ বাঁকুড়া জেলাকে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং হুগলি জেলাকে হুগলি-শ্রীরামপুর ও আরামবাগ জেলায় ভাগ করা হয়েছে ।

আরও পড়ুন :Suvendu Adhikary: শুভেন্দুর নিরাপত্তার বিষয়ে কেন সক্রিয় নয় রাজ্য, হলফনামা চাইল হাইকোর্ট

এদিন জেলা সভাপতি হিসেবে একাধিক মন্ত্রী যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদেরও সরানো হয়েছে । তার মধ্যে অন্যতম নাম জ্যোতিপ্রিয় মল্লিক ৷ উত্তর 24 পরগনার জেলা সভাপতি ছিলেন তিনি । তাঁর বদলে জেলায় চারজন সাংগঠনিক সভাপতি হয়েছেন । দমদম-ব্যারাকপুরের সভাপতি পার্থ ভৌমিক, বারাসত জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায়, বসিরহাটে সরোজ বন্দ্যোপাধ্যায় আর বনগাঁয় আলোরানি সরকার ।

আরও পড়ুন:Bankura Bridge Collapsed : বাঁকুড়ায় ভাঙা সেতু দিয়েই ঝুঁকির পারাপার 5 গ্রামের বাসিন্দাদের

একইভাবে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতির পদ থেকে সরানো হয়েছে সৌমেন মহাপাত্রকে । সেখানে সভাপতি হয়েছেন কাঁথির তরুণ মাইতি এবং তমলুকের দেবপ্রসাদ মণ্ডল । হাওড়া গ্রামীণের সভাপতি বদল করা হয়েছে ৷ মন্ত্রী পুলক রায়কে সরিয়ে নয়া সভাপতি হয়েছেন অরুণাভ সেন । হাওড়া শহর সভাপতির পদ থেকেও মন্ত্রী অরূপ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে ৷ কলকাতা উত্তরে সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে তাপস রায়কে ৷ এ ক্ষেত্রে সুদীপবাবু উত্তর কলকাতার চেয়ারম্যান হয়েছেন ।

আরও পড়ুন:Red Beacon Controversy : আইন ভেঙে পরেশের গাড়িতে লালবাতি, অভিযোগ অস্বীকার মন্ত্রীর

মোটের উপর সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এক ব্যক্তি এক পদ এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details