কলকাতা, 16 অগস্ট:এক ব্যক্তি এক পদ নীতি (One Man One Post) মেনে তৃণমূলে (TMC) সাংগঠনিক রদবদল (TMC Reshuffle) ৷ জেলা সভাপতির (District President) পদ থেকে সরানো হল রাজ্যের একাধিক মন্ত্রীদের ৷ একইসঙ্গে সোমবার প্রতিটি জেলাকে সাংগঠনিকভাবে আলদা আলদা ভাবে ভাগও করা হল ।
গত জুন মাসে সাংগঠনিক বৈঠকের পর দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি এক পদ নীতি গ্রহণ করা হয়েছে । ফলে সাংগঠনিক দায়িত্বে থাকা নেতা-মন্ত্রীদের আগামী দিনে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সাংগঠনিকভাবে ব্যাপক রদবদল করা হয় । একইসঙ্গে বিভিন্ন জেলার দায়িত্বে থাকা মন্ত্রীদের সরিয়ে অন্যদের সেই দায়িত্বে আনা হয়েছে ।
এদিন সাংগঠনিক জেলার যে রূপরেখা প্রকাশ করা হয়েছে, তাতে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা পুরনো সাংগঠনিক অবস্থানে থাকলেও দার্জিলিং জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে - একটি হল দার্জিলিং পার্বত্য ৷ যেখানে থাকছে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং - এই তিনটি বিধানসভা । আর দার্জিলিং সমতলের এর মধ্যে থাকছে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া - এই তিনটি বিধানসভা ৷ মুর্শিদাবাদ জেলাকে আবার দুটি ভাগ করা হয়েছে ৷ একটা হল জঙ্গিপুর, অন্যটি মুর্শিদাবাদ-বহরমপুর ৷ নদিয়া জেলাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে ৷ নদিয়া উত্তর অর্থাৎ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা ও নদিয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা । উত্তর 24 পরগনাকে চারটি সাংগঠনিক জেলায় বিভক্ত করা হয়েছে। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা, বারাসত সাংগঠনিক জেলা, বসিরহাট সাংগঠনিক জেলা এবং বনগাঁ সাংগঠনিক জেলা । দক্ষিণ 24 পরগনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেগুলি হল ডায়মন্ডহারবার-যাদবপুর এবং সুন্দরবন ।
আরও পড়ুন:BJP Agitation : পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতার দিলীপ-শুভেন্দু
পূর্ব মেদিনীপুর জেলাকে কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলায় ভাঙা হয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলা বিভক্ত হয়েছে ঘাটাল এবং মেদিনীপুর হিসেবে ৷ বাঁকুড়া জেলাকে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং হুগলি জেলাকে হুগলি-শ্রীরামপুর ও আরামবাগ জেলায় ভাগ করা হয়েছে ।