কলকাতা, 23 অক্টোবর:12 দিনে হাজার (TMC Bijaya Sammilani)। জনসংযোগ রক্ষার প্রচেষ্টায় বিরোধীদের পেছনে ফেলল শাসক তৃণমূল (TMC Public Relations)। এ বার দুর্গা পুজোর আগে থেকেই বেশ চাপে ছিল বাংলার শাসক দল । সিবিআই-ইডি-সহ কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা যখন পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক তৃণমূলকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, তখন তারা ফিরে আসার রাস্তা হিসাবে এই বিজয়া সম্মিলনীকেই (Bijaya Sammilani) অস্ত্র করেছিল । ভাবমূর্তি উদ্ধারে এই জনসংযোগ কর্মসূচিকেই বাড়তি গুরুত্ব দিয়েছিল দল । দলের তরফ থেকে ঠিক করা হয়েছিল, গোটা রাজ্যে 500-র বেশি বিজয়া সম্মিলনী করা হবে । রবিবার পর্যন্ত সেই হিসেব মিলিয়ে দেখা গিয়েছে, এই বিজয়া সম্মিলনীর সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে । আর এই বিজয়া সম্মিলনীগুলি থেকেই নিজেদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে নিচ্ছে রাজ্যের শাসক দল (One thousand Bijaya Sammilani in just 12 days)।
দলের এক শীর্ষ নেতৃত্বের কথায়, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে কোনও ধরনের নির্বাচনের জন্য প্রস্তুত । অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সক্রিয়তার কারণে রাজ্যের শাসক দল নিজেকে গুটিয়ে রেখেছে । আর অনেক বেশি সক্রিয়ভাবে বিভিন্ন কর্মসূচি করছে বিরোধী দলগুলি । কিন্তু বাস্তব তা নয় । উৎসবের দিনগুলিতে তৃণমূল সরাসরি কোনও রাজনৈতিক কর্মসূচি করতে চায় না । আর সে কারণেই এই জনসংযোগ কর্মসূচি । আর সরাসরি রাজপথে না নেমেও এ ভাবে মানুষের দরজায় পৌঁছে যাওয়ার এটা ছিল একটা কৌশল । যেখানে এলাকার চেনা মুখ ও নেতাদের মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে ।