কলকাতা ও মণিপুর, 11 জুলাই: অশান্ত মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এই তথ্য অনুসন্ধানকারী দলে পাঁচ জন সদস্য রয়েছেন ৷ দলের নেতৃত্বে থাকবেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ও'ব্রায়েন ৷ এছাড়া এই দলে রয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য-সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বিদায়ী সাংসদ সুস্মিতা দেব ৷
সূত্রে জানা গিয়েছে, 14 জুলাই এই প্রতিনিধি দল মণিপুর যাবে ৷ সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করবেন তৃণমূলের নেতা-নেত্রীরা । সেই তথ্য তাঁরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেবেন ৷ উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আবহে বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, তৃণমূলের এই মণিপুরে প্রতিনিধি দল পাঠানো এবং সেখান থেকে আমজনতার সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আসলে বিজেপির বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর পালটা পদক্ষেপ ৷
আরও পড়ুন: অফিসে না-এলে কাটা যাবে মাইনে, সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মণিপুর সরকারের
বিজেপির তরফে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে ৷ এই দলে থাকছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা ৷ এলাকা পরিদর্শন করে দ্রুত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ৷ একইভাবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমও বিভিন্ন জায়গা ঘুরে যে তথ্য তালাশ করবেন তার রিপোর্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা করবেন ৷
উল্লেখ্য, মণিপুরের অগ্নিগর্ভ অবস্থা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল ৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর-পূর্বের রাজ্যটিতে শান্তি স্থাপনের অংশ হিসাবে সেখানে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেনার কাছে অনুমতি চেয়েছিলেন ৷ এদিন শাসকদলের তরফ থেকে বলা হয়, গত তিন মাস ধরে মণিপুরের একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে ৷
আরও পড়ুন: হিংসা নিয়ে মণিপুর সরকারের কাছে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট
তৃণমূলের অভিযোগ, ডাবল ইঞ্জিনের সরকারের তরফ থেকে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে কেউ পৌঁছনোর চেষ্টা করা হয়নি ৷ বরং গোটা দেশবাসী যাতে মণিপুরের নারকীয় ঘটনার কথা জানতে না পারে, সেই চেষ্টাই চালানো হয়েছে ৷ বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের রাজ্যে প্রকৃত যে ঘটনা ঘটেছে, তা গোটা দেশের মানুষের কাছে তুলে ধরতেই তৃণমূলের এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে ৷