কলকাতা, 14 মার্চ: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (WB Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ দু'জনকেই দল থেকে বহিষ্কার করা হল (TMC Expels Kuntal Ghosh and Santanu Banerjee) ৷ মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন রাজ্যের দুই মন্ত্রী তথা দলের প্রথম সারির নেতা-নেত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা ৷
গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন শান্তনু ৷ রোজই তাঁর নতুন নতুন সম্পত্তির হদিশ মিলছে ৷ এখনও পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, সেই অনুসারে সস্ত্রীক শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তির পরিমাণ অন্তত 20 কোটি টাকা ! পরিমাণটা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ অন্যদিকে, শান্তনুর আগে থেকেই খবরে রয়েছেন কুণাল ৷ তাঁর ব্য়াংকের লেনদেন, রুপোলি জগতের সঙ্গে যোগাযোগ দেখে চোখ কপালে উঠেছে আমবাঙালির ৷ এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছিল, এত কিছুর পরও কেন এই দু'জনকে বহিষ্কার করছে না রাজ্যের শাসকদল ? অবশেষে সেই পদক্ষেপ করা হল ৷
মঙ্গলবার শশী পাঁজা জানান, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সংস্থার তদন্তে এবং আদালতের বিচারে তাঁরা যদি ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হন, তাহলে দল তাঁদের বিষয়ে পুনরায় চিন্তাভাবনা করবে ৷ শশী বলেন, দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস কোনও আপস করবে না ৷ এই বিষয়ে দল 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলে ৷ এদিকে, কুন্তল ও শান্তনুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর ৷ তাই দলের পক্ষে তাঁদের সদস্যপদ বহাল রাখা সম্ভব নয় ৷