বেহালা, 14 এপ্রিল: বেহালার 121 নম্বর ওয়ার্ডের চড়কতলায় চড়কমেলার দখলকে কেন্দ্র করে তৃণমূলার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলি চালনার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (Behala TMC Leader Expelled) ৷ মঙ্গলবার রাতের ওই অশান্তির ঘটনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালভাবে নিচ্ছেন না, তা আগেই জানিয়েছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ৷ তারপরেই বাবনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল ৷
রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, গোটা বিষয়টি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সকলকে মেনে নিতে হবে ৷ রত্নার দাবি, বাবন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে, তিনি নিজেও তাকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু নিজেকে না শোধরানোয় তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হল ৷ খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও তার জেরে অশান্তি ও গুলি চালনার যে অভিযোগ উঠেছে, তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ৷