নয়াদিল্লি, 5 এপ্রিল: একশো দিনের কাজের বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল ৷ বুধবার নয়াদিল্লিতে মন্ত্রকে গিয়ে ঘাসফুলের সাংসদরা জানতে পারলেন মন্ত্রী অনুপস্থিত ৷ আগেই চলে গিয়েছেন বিহারে ৷ নেই ওই মন্ত্রকের কোনও রাষ্ট্রমন্ত্রীও ৷ যার ফলে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাদানুবাদ হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ পরে অভিষেকের হুঁশিয়ারি, কেন্দ্র টাকা না দিলে একশো দিনের কাজের বঞ্চিত পরিবারগুলিকে নিয়ে দিল্লি ধরনা দেবেন ৷
গত 29 মার্চ কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন ৷ সেই সভার মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ৷ বাংলার জন্য দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ৷ সেই হুঁশিয়ারির আটদিনের মাথায় বুধবার তিনি হাজির হন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের 25 জন সাংসদ ৷
এদিন তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ সেখানে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে অভিষেকের উত্তপ্ত বাদানুবাদ হতে দেখা যায় ৷ বারবার তিনি জানতে চান, মন্ত্রী আছেন কি না ! তাঁকে জানানো হয় যে মন্ত্রী বিহারে চলে গিয়েছেন ৷ তখন তিনি পালটা বিষয়টা সত্যি কি না, জানতে চান ৷ তার পর আধিকারিকদের কাছেই প্রশ্ন তোলেন যে কেন কেন্দ্রের তরফে বাংলার বকেয়া আটকে রাখা হয়েছে ? কেন 17 লক্ষ পরিবার টাকা পাবেন না ?