পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek on Central Dues: বকেয়া না পেলে কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বঞ্চিতদের নিয়ে দিল্লিতে ধরনার হুঁশিয়ারি অভিষেকের

বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল ৷ মন্ত্রী গিরিরাজ সিংয়ের দেখা না পেয়েই তাঁরা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷

Abhishek on Central Dues
Abhishek on Central Dues

By

Published : Apr 5, 2023, 3:45 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল: একশো দিনের কাজের বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল ৷ বুধবার নয়াদিল্লিতে মন্ত্রকে গিয়ে ঘাসফুলের সাংসদরা জানতে পারলেন মন্ত্রী অনুপস্থিত ৷ আগেই চলে গিয়েছেন বিহারে ৷ নেই ওই মন্ত্রকের কোনও রাষ্ট্রমন্ত্রীও ৷ যার ফলে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাদানুবাদ হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ পরে অভিষেকের হুঁশিয়ারি, কেন্দ্র টাকা না দিলে একশো দিনের কাজের বঞ্চিত পরিবারগুলিকে নিয়ে দিল্লি ধরনা দেবেন ৷

গত 29 মার্চ কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন ৷ সেই সভার মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ৷ বাংলার জন্য দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ৷ সেই হুঁশিয়ারির আটদিনের মাথায় বুধবার তিনি হাজির হন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের 25 জন সাংসদ ৷

এদিন তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ সেখানে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে অভিষেকের উত্তপ্ত বাদানুবাদ হতে দেখা যায় ৷ বারবার তিনি জানতে চান, মন্ত্রী আছেন কি না ! তাঁকে জানানো হয় যে মন্ত্রী বিহারে চলে গিয়েছেন ৷ তখন তিনি পালটা বিষয়টা সত্যি কি না, জানতে চান ৷ তার পর আধিকারিকদের কাছেই প্রশ্ন তোলেন যে কেন কেন্দ্রের তরফে বাংলার বকেয়া আটকে রাখা হয়েছে ? কেন 17 লক্ষ পরিবার টাকা পাবেন না ?

আধিকারিকদের তরফে তাঁদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় ৷ কিন্তু অভিষেক জানান, কোনও আশ্বাস না নিয়ে তিনি ফিরবেন না ৷ পরে আধিকারিকদের সঙ্গেই বৈঠক করেন অভিষেকরা ৷ পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের টাকা জোর করে আটকানো হচ্ছে ৷ অন্য কোনও রাজ্যের টাকা আটকানো হচ্ছে না ৷ শুধু বাংলার ক্ষেত্রে এটা করা হচ্ছে ৷

তিনি জানান যে তাঁরা আধিকারিকদের জানিয়েছেন, একশো দিনের কাজের প্রকল্পে কোনও গরমিল হলে তদন্ত হোক ৷ দোষীদের শাস্তি দেওয়া হোক ৷ কিন্তু যেখানে দুর্নীতি হয়নি, সেখানে টাকা দেওয়া হোক ৷ তাঁর আরও বক্তব্য, সাহস থাকলে কেন্দ্র এই নিয়ে সিবিআই তদন্ত করুক ৷ কিন্তু টাকা বকেয়া রাখা চলবে না ৷ অভিষেকের দাবি, এই সব বক্তব্যের কোনও উত্তর মন্ত্রকের আধিকারিকদের কাছে নেই ৷

এমনকী তিনি দাবি করেন, এক আধিকারিক তাঁদের জানিয়েছেন যে কেন্দ্র টাকা দিতে প্রস্তুত ৷ কিন্তু বাংলার বিজেপি সাংসদরা এসে বারবার টাকা আটকে রাখার কথা বলছেন ৷ এই নিয়েই অভিষেকের বক্তব্য, যাঁদের ভোট দিয়েছিল মানুষ, তাঁরা বাংলার টাকা আটকে দিচ্ছেন ৷ কিন্তু কোনও সমাধান সূত্র কি বের হল ? অভিষেকের বক্তব্য, আধিকারিকরা 10-15 দিনের সময় চেয়েছেন ৷ তার পরও টাকা না পেলে বঞ্চিত পরিবারগুলিকে এনে দিল্লিতে ধরনা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন:বাংলার দাবি আদায়ে অভিষেকের নেতৃত্বে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে যাচ্ছে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details