কলকাতা, 24 অক্টোবর : বারে বারে ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা ৷ শুক্রবার ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ এর প্রতিবাদে শনিবার সুস্মিতা দেব-সহ 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দেখা করলেন ত্রিপুরার ডিআইজি (Director General of Police) এল ডারলঙ্গের (L Darlong) সঙ্গে ৷ আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে একটি স্মারকলিপিও জমা দেন তৃণমূলের প্রতিনিধি দলটি ৷
সাংবাদিকদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "আমরা ডিআইজি ডারলঙ্গের সঙ্গে দেখা করেছি ৷ আমরা স্পষ্টভাবে বলেছি কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের নাম-সহ আমরা একটি চিঠি দিয়েছি ৷ আর এটাকে এফআইআর হিসেবেই ধরা হোক বলে জানিয়েছি ৷" তিনি জানান এর আগের দিন আমতলি থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সুস্মিতা বলেন, "আমরা ভিডিয়ো দিয়েছি ৷" তাঁর দাবি, পুলিশের কাছে দেওয়া ভিডিয়োটি ধীরে ধীরে দেখলে পরিষ্কার দেখা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ তিনি জানান দুষ্কৃতীদের মুখে মাস্ক নেই, কাপড় দিয়ে ঢাকা নয় ৷ আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : TMC Attacked inTripura: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব
তৃণমূল সাংসদ বলেন, "আমরা যে দাবি করছি তা প্রত্যেক নাগরিকের অধিকার ৷ সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের উপর হামলাকারীদের গ্রেফতার করা হোক ৷" তিনি জানান আজ একটা দল আছে, কাল আরও একটা দল থাকতে পারে ৷ কিন্তু পুলিশ প্রশাসন কোনও একটি দলের নেতা বা কর্মীকে সুরক্ষা দিতে পারে না ৷ তিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা আসার উল্লেখ করে বলেন, "আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে যখন এসেছিলেন, তখন তাঁর উপর আক্রমণ হয়েছিল ৷ কিন্তু আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷"
আগরতলায় পুলিশের সদর দফতরে সাংসদ সুস্মিতা দেব-সহ 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তিনি এও মনে করিয়ে দেন যে এক মাস বাদে পৌরসভা নির্বাচন আর একবছর পর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ এই অবস্থায় পুলিশ প্রশাসন একতরফাভাবে কাজ করতে পারে না, এটা গণতন্ত্রের পরিপন্থী ৷ ত্রিপুরা ভারতের বাইরের কোনও দেশ নয়, যেখানে আলাদা কোনও আইন থাকবে ৷ তিনি বলেন, "আমরা বিচার চাই ৷ জড়িতদের গ্রেফতারি চাই ৷ যদি এরপরেও আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গণতন্ত্রের পথে সর্বশক্তি দিয়ে প্রতিবাদে নামব আমরা ৷" বিপ্লব দেবের সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমরা কোনওভাবে এখান থেকে পিছু হঠব না ৷ মাথা নত করব না ৷ আইন মেনে, মৌলিক অধিকার অনুযায়ী, গণতন্ত্রকে অবলম্বন করে আমরা মাথা সোজা করে দাঁড়িয়ে থাকব ৷ আমরা লড়ব ৷"
এদিনের প্রতিনিধি দলে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য তথা সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শান্তনু সেন, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক, প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক বাপটু চক্রবর্তী ৷