পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ন্যায়সংহিতা বিল প্রস্তাবে বিধানসভায় বিজেপির কড়া সমালোচনা তৃণমূলের - বিধানসভায় বিজেপির কড়া সমালোচনা তৃণমূলের

Bharatiya Nyaya Sanhita Bill 2023: ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে বিধানসভায় বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল নেতৃত্ব ৷ বিলটি হিন্দিতে পাস নিয়েও প্রতিবাদ করলেন ফিরহাদ হাকিম ৷

Etv Bharat
বিধানসভায় বিজেপির কড়া সমালোচনা তৃণমূলের

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 11:01 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: একদিন আগেই ন্যায়সংহিতা বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের শীতকালীন অধিবেশনে এই বিল পাশ করাতে চায় কেন্দ্র । যা নিয়েই চিঠি দিয়ে বিলের ফাঁকফোকর নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা বলেছিলেন মমতা ৷

মঙ্গলবার বিধানসভায় এই নিয়ে আলোচনায় একই পথে বিজেপির সমালোচনা করলেন শাসকদলের বিধায়করা ৷ তাঁদের দাবি, এই বিল বাস্তবায়িত হলে ন্যায়ের বদলে অন্যায়ও হতে পারে । বিধানসভায় এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা মনে করি আমাদের দেশে পুলিশ শেষ কথা বলবে না । শেষ কথা বলবে মানুষ । ভয় দেখিয়ে, দমন-পীড়ন করে মানুষের মন জয় করা যায় না । দুঃখের বিষয় যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে তারা দমন-পীড়নে বিশ্বাস করেন । তারা বিশ্বাস করেন পুলিশ রাজ । এই বিলটা ভারতবর্ষে সর্বনাশ ডেকে আনবে ।"

এদিন তিনি বিলটি হিন্দিতে পেশ করা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন । তাঁর কথায়, "ভারতবর্ষ নানান জাতি, নানান ধর্ম, নানা ভাষার দেশ । সেখানে হিন্দি চাপিয়ে দেওয়া বোধহয় ভুল হচ্ছে । ভারতীয় সংবিধান বলছে 100টা অপরাধী ছাড়া পেয়ে যাক ক্ষতি নেই । কিন্তু একজন নির্দোষও যেন সাজা না পায় । এই বিল সেই ভাবনার উলটো কথা বলছে ।"

তিনি বলেন, "ন্যায়সংহিতা বিল আনতে এত তাড়া কীসের । আপনাদের নেতাই তো দাবি করেছেন, 400 আসন পেয়ে আগামী বছর আবার সরকারে আসবেন । তাহলে তো লোকসভা ভোটের পরই বিল পাশ করাতে পারতেন । আপনারা রাষ্ট্রদ্রোহিতা নিয়ে চিন্তিত । আপনারা আমাদের রাষ্ট্রদ্রোহী ভাবেন । কারণ আমরা বিজেপি বিরোধী । আপনারা তো দেশে বিভাজন চান । আপনারাই দেশ ভাগ করতে চাইছেন । এটা একটা বর্বর বিল ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details