পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Criticises PM Modi: মোদির পথের কাঁটা বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য কুণালের - নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাকে ভয় পাচ্ছেন বলে বাংলার নামে বদনেম করছেন ৷ শনিবার এই মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

ETV Bharat
মোদির সমালোচনায় কুণাল

By

Published : Aug 12, 2023, 5:46 PM IST

কলকাতা, 12 অগস্ট: রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে শনিবারই শাসকদল তৃণমূলের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর পালটা প্রধানমন্ত্রীকে আক্রমণ করল তৃণমূল ৷ এদিন এক সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, নরেন্দ্র মোদি আবার বাংলার কুৎসা করেছেন ৷ আসলে তিনি বাংলার ভয় পাচ্ছেন, বাংলাকে ভয় পাচ্ছেন ৷ কুণালের কথায়, "প্রধানমন্ত্রী এসব করছেন, কারণ তিনি বাংলাকে ভয় পাচ্ছেন ৷ প্রধানমন্ত্রী জানেন 2024 সালে বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পথের কাঁটা হবে ৷"

কুণাল ঘোষ এদিন জানান, নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন মন্ত্রক একদিকে বাংলাকে ভালো কাজের জন্য পুরস্কৃত করছে, তখন বাংলার বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করছেন প্রধানমন্ত্রী ৷ বিজেপি বাংলায় জনবিচ্ছিন্ন ৷ প্রধানমন্ত্রী ব্যর্থ, উনি মণিপুর যাওয়ার প্রয়োজন মনে করেন না ৷ কিন্তু তিনি বাংলাকে নিয়ে কুৎসা করছেন ৷ কুণালের দাবি, বাংলা হারানোর পথ দেখিয়েছে বিজেপিকে, যা হিমাচল, কর্ণাটক হয়ে ছড়িয়ে পড়ছে, ইন্ডিয়া তৈরি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন বলে কুণাল জানিয়েছেন ৷

অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এদিন জানান, প্রধানমন্ত্রী তাঁর পদের গরিমার কথা না ভেবেই একতরফা মিথ্যা কথা বলে যান ৷ উনি সাংবাদিক বৈঠক করেন না ৷ একশ্রেণির মিডিয়াকে তিনি তাঁর স্বার্থে ব্যবহার করছেন ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন 2024 এর ভোটে জনমত তাঁর দলের সঙ্গে থাকবে না, তাই নানা পন্থা নিচ্ছেন তিনি ৷ ইলেকশন কমিশন নিয়োগের জন্যও তাই নতুন বিল আনা হয়েছে, যাতে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে ৷"

আরও পড়ুন: বঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ প্রধানমন্ত্রী মোদির

শশী পাঁজার দাবি, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, আর 6 মাস ক্ষমতায় আছে বিজেপি ৷ তৃণমূলের অভিযোগ, নানা অছিলায় বাংলাকে টেনে এনে অপমান করছে বিজেপি ৷ নরেন্দ্র মোদিও বাংলাকে নিয়ে অসত্য ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ৷ বাংলায় আদিবাসীদের উপর অত্যাচারের মিথ্যা অভিযোগ এনে বিজেপি আসলে মণিপুর ও বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে নজর ঘোরাতে চাইছেন ৷

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মর্মাহত ও অত্যন্ত ক্রুদ্ধ বলেও এদিন জানিয়েছেন কুণাল ঘোষ ৷ সংশ্লিষ্ট সকলকে তদন্তের আওতায় এনে পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details