পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC on Governor: রাজ্যে শান্তি এক্সপ্রেসের দাবি রাজ্যপালের, পালটা কটাক্ষ তৃণমূলের - রাজ্যপালের সমালোচনায় তৃণমূল

রাজ্যে শান্তি এক্সপ্রেস বা পিস ট্রেন চলুক চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বাংলাকে অপমান করতে এইসব বলছেন তিনি, পালটা কটাক্ষ তৃণমূলের ৷

ETV Bharat
রাজ্যপালকে কটাক্ষ কুণালের

By

Published : Aug 6, 2023, 5:21 PM IST

Updated : Aug 6, 2023, 5:47 PM IST

কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 6 অগস্ট: পঞ্চায়েত ভোটপর্বে হিংসার ঘটনা সামাল দিতে রাজভবনে 'পিস রুম' খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এবার তাঁর দাবি রাজ্যে চালাতে হবে 'পিস ট্রেন' ৷ রবিবার শিয়ালদায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধনে এসে বাংলার জন্য শান্তি এক্সপ্রেস চালানোর প্রস্তাব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি ৷ রাজ্যপালের এই দাবি নিয়ে তাঁকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন ।

এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, "রাজ্যপালের জানা উচিত যখন গুজরাতে এই ট্রেন চালু হয়নি, যখন দিল্লিতেও হয়নি, যখন মণিপুরেও শান্তি এক্সপ্রেস চালু করতে পারেনি বিজেপি সরকার, তখন এই নিয়ে সস্তা নাটকবাজি রাজ্যপালের পদকে অন্তত মানায় না । রাজ্যপালের পদকে আমরা সাংবিধানিকভাবে শ্রদ্ধা করি । তাঁর ইচ্ছা হয়েছে তিনি বিজেপির দালালি করবেন, তা করুন । কিন্তু এই ধরনের নাটক তাঁকে মানায় না ।"

কুণাল ঘোষ জানান, কেন্দ্রের রিপোর্টেই দেশে মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ। আইন-শৃঙ্খলার দিক থেকেও বাংলা অন্যতম সেরা। সেখানে রাজ্যপাল বাংলাকে অপমান করছেন । বাংলাকে কটাক্ষ করতে গিয়ে পশ্চিমবঙ্গের মান-সম্মান নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলছেন। এগুলি শোভা পায় না।

একইভাবে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও । তিনি বলেন, "বাংলার রাজ্যপালের বাংলা বিরোধী মন্তব্যের জন্য আমি ইতিমধ্যেই টুইটারে এর প্রতিবাদ করেছি । যিনি নিজেই এই রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি একটি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গিয়ে কীভাবে রাজ্য বিরোধী কথা বলতে পারেন তা ভেবে অবাক হচ্ছি । রাজ্যপালের উচিত এই রাজ্যের রাজ্যপাল হয়ে আসার আগে পশ্চিমবঙ্গের ইতিহাসটা একটু জেনে নেওয়া উচিৎ। তাঁর জানা উচিত বাম আমলে পশ্চিমবঙ্গ কেমন ছিল ! অথবা বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলা কতটা এগিয়ে তাও জানা ।"

আরও পড়ুন:রাজ্যের বড় শত্রু হিংসা, রেলমন্ত্রীর কাছে শান্তি এক্সপ্রেস চাইলেন রাজ্যপাল বোস

শান্তনু সেনের কথায়, আসলে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন । তিনি দেখেছেন জগদীপ ধনকড় বিজেপিকে খুশি করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। তাই তিনিও রাজ্যপালের চেয়ারটাকে পদ্মপালে পরিণত করে ভবিষ্যতে আরও কিছু পেতে চান ।

Last Updated : Aug 6, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details