কলকাতা, 6 অগস্ট: পঞ্চায়েত ভোটপর্বে হিংসার ঘটনা সামাল দিতে রাজভবনে 'পিস রুম' খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এবার তাঁর দাবি রাজ্যে চালাতে হবে 'পিস ট্রেন' ৷ রবিবার শিয়ালদায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধনে এসে বাংলার জন্য শান্তি এক্সপ্রেস চালানোর প্রস্তাব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি ৷ রাজ্যপালের এই দাবি নিয়ে তাঁকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন ।
এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, "রাজ্যপালের জানা উচিত যখন গুজরাতে এই ট্রেন চালু হয়নি, যখন দিল্লিতেও হয়নি, যখন মণিপুরেও শান্তি এক্সপ্রেস চালু করতে পারেনি বিজেপি সরকার, তখন এই নিয়ে সস্তা নাটকবাজি রাজ্যপালের পদকে অন্তত মানায় না । রাজ্যপালের পদকে আমরা সাংবিধানিকভাবে শ্রদ্ধা করি । তাঁর ইচ্ছা হয়েছে তিনি বিজেপির দালালি করবেন, তা করুন । কিন্তু এই ধরনের নাটক তাঁকে মানায় না ।"
কুণাল ঘোষ জানান, কেন্দ্রের রিপোর্টেই দেশে মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ। আইন-শৃঙ্খলার দিক থেকেও বাংলা অন্যতম সেরা। সেখানে রাজ্যপাল বাংলাকে অপমান করছেন । বাংলাকে কটাক্ষ করতে গিয়ে পশ্চিমবঙ্গের মান-সম্মান নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলছেন। এগুলি শোভা পায় না।