কলকাতা, 1 মে:পার্টি অফিস দখল ঘিরে কাশীপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ । পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দু'পক্ষেরই । সোমবার কলকাতা পৌরনিগমের 2 নাম্বার ওয়ার্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে যায় পুলিশ ৷
সোমবার সকালে, সিপিআইএম-এর কাশীপুর-বেলগাছিয়া 3 এরিয়া কমিটির উদ্যোগে কাশীপুর-বেলগাছিয়ার সেভেন ট্যাংক অঞ্চলের পার্টি অফিস পুনরুদ্ধারের চেষ্টা করা হয় । সেই সময় ঘটে এই অশান্তি ৷ অভিযোগ, পার্টি অফিস উদ্ধার করার সময় আচমকা তৃণমূলের সাংসদ শান্তনু সেনের নেতৃত্বে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় ৷ সিপিএম-এর দলীয় পতাকা খুলে নেওয়ার চেষ্টা করা হয় ও বয়স্কদের গায়েও হাত দেওয়া হয় বলে অভিযোগ ৷ সিপিএম নেত্রী কণিকা ঘোষ বোস-সহ এলাকার বেশ কয়েকজন সিপিএম কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে । ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় এলাকায় মিছিলের ডাক দিয়েছে সিপিএম ।
যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ৷ তাঁর দাবি, "ওই পার্টি অফিস তৃণমূলেরই ছিল। আচমকা সিপিএমের কিছু হার্মাদ বাহিনী চড়াও হয়। পার্টি অফিস দখল করার চেষ্টা করে। এলাকায় জোড়া খুনে অভিযুক্ত দুলাল বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে এসে সিঁথিকে অশান্ত করার চেষ্টা করছে । কয়েকদিন আগেই দুলাল বন্দ্যোপাধ্যায়, বাবিন বন্দ্যোপাধ্যায়কে দেখেছি মহম্মদ সেলিমের হাত ধরে আবারও দলে ফেরার চেষ্টা করছে । ফলে সিঁথিকে অশান্ত করার চেষ্টা । তৃণমূলের মহিলা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে । অনেকেই জখম হয়েছেন ।"
শান্তনু সেনের অভিযোগ, এলাকার কাউন্সিলর কাকলি সেন এবং তাঁর গায়ে হাত তোলা হয় ৷ লাঠি-বন্দুকের বাঁট দিয়ে আক্রমণ করা হয় । সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে ৷ শাসকদলের বেশ কয়েকজন কর্মী আরজি কর হসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, সিপিএমের তরফে বাবিন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে পার্টি অফিস পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন । সেই সময়ে আচমকা তৃণমূল সাংসদ শান্তনু সেনের নেতৃত্বে কিছু লোক সিপিএম কর্মীদের উপর চড়াও হয় ৷ দলের মহিলা কর্মী সমর্থক-সহ বেশ কয়েকজন আক্রান্ত হন ৷ সিপিএমের অভিযোগ, তৃণমূল সিঁথি থানা ঘিরে রাখায় অভিযোগ জানানো যায়নি ৷
আরও পড়ুন: রাস্তার দাবিতে দেওয়াল লিখন, পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের