পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের উন্নয়মুখী বিজ্ঞাপন (Yogi Adityanath Ad) নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি ৷ তৃণমূল, বাম ও কংগ্রেস একযোগে এই নিয়ে সরব হলেও বিজ্ঞাপনের ছবিতে মা উড়ালপুলের ছবি ব্যবহার হয়েছে, এটা মানতে নারাজ বিজেপি ৷

tmc-cpim-congress-criticized-bjp-over-yogi-adityanath-ad-bjp-says-it-was-not-maa-flyover
যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি

By

Published : Sep 12, 2021, 3:48 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচনের মুখে উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে উড়ালপুল বিতর্ক তৃণমূল কংগ্রেসকে বাড়তি ডিভিডেন্ড দিতে চলেছে । উত্তরপ্রদেশে উন্নয়নের ফিরিস্তি দেওয়া যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Ad) ছবিতে মা উড়ালপুলের (Maa Flyover) ছবি ব্যবহারকে চুরি হিসেবেই দেখছে তৃণমূল ৷ এই নিয়ে একযোগে সরব হয়েছে কংগ্রেস ও বামেরাও ৷ যদিও ওটা মা উড়ালপুলের ছবি, এ কথা মানতে নারাজ রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু ।

ভোটের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে তাঁর উন্নয়নের ফিরিস্তি ছাপছেন । এমনই একটি বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের পাশে যে উড়ালপুলটি দেখা যাচ্ছে, তা আদৌ উত্তরপ্রদেশেরই নয় বলে দাবি বিভিন্ন মহলে ৷ কারণ ছবিটি এক নজর দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটি বাংলার গর্ব মা উড়ালপুলের ছবি । শুধু তাই নয়, এই উড়ালপুলের উপর জ্বলজ্বল করছে হলুদ ট্যাক্সি । যা এই সময় এখনও পর্যন্ত শুধু কলকাতার বুকেই দেখা যায় । আর এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা ।

আরও পড়ুন:Yogi Adityanath Ad : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

এ দিন এই নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায় (Tapash Roy) । তাঁর অভিযোগ, বিজেপির নিজস্ব উন্নয়ন বলতে কিছুই নেই । তাই ডবল ডেকার সরকার থেকেও এ রাজ্যের মা উড়ালপুলের ছবি চুরি করতে হচ্ছে । তিনি আরও বলেন, ‘‘এটাই বিজেপির সংস্কৃতি । বাংলার সাম্প্রদায়িক হিংসা বোঝাতে কখনও চলচ্চিত্রের ছবি ব্যবহার করা হয় । কখনও বাংলাদেশের ভিডিয়োকে পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়া হয় । আবার উত্তরপ্রদেশের উন্নয়ন বোঝাতে বাংলার মা উড়ালপুল দেখাতে হয় ।’’ তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ যে ডবল ডেকার সরকারে বিশ্বাস না-রেখে ঠিক করেছে, তা প্রমাণ হয়ে গেল এ দিন । একই সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল, বাংলার উন্নয়ন গোটা দেশের জন্য মডেল ।’’

আরও পড়ুন:Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

এই ঘটনাকে বিজেপির মিথ্যাচার হিসেবেই দেখছেন প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) । কোনও রাজ্য সরকার এমন কাজ করতে পারে তা ভেবে তিনি রীতিমতো হতবাক ৷ তাঁর কথায়, লোকের থেকে চুরি করা ধন নিজের বলে দাবি করছেন যোগী আদিত্যনাথ । বারবার বিজেপির সঙ্গে এ ধরনের ঘটনা যে ঘটছে, তাকে চরম অজ্ঞতা বলেই আখ্যা দিয়েছেন তিনি এবং বিষয়টি হাস্যকর বলে মনে করছেন এই প্রবীণ কংগ্রেস নেতা ।

অন্যদিকে, এই ঘটনা নিয়ে সিপিএম নেতা তথা প্রাক্তন সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ‘‘বিষয়টি নিয়ে আগে নিশ্চিত হতে চাই এটি মা উড়ালপুলের ছবি, তারপরেই কিছু বলব ।’’ তবে ঘনিষ্ঠমহলে তিনিও জানিয়েছেন, এই ঘটনা শুধু লজ্জার নয়, চরম অবিবেচকের কাজ । যদি এই ঘটনা সত্যি হয়, ভবানীপুর উপনির্বাচনের আগে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সুবিধা করে দেবে ।

আরও পড়ুন :Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

এ দিকে, এই ছবিকে মা উড়ালপুলের ছবি বলে মানতে চাননি বিজেপি নেতা সায়ন্তন বসু । তিনি বলেন, "এই ছবি যে কলকাতার মা ফ্লাইওভারের তার কোনও প্রমাণ নেই । এটা মা উড়ালপুল হিসেবে দাবি করছে তৃণমূল । ফিরহাদ হাকিম ও মদন মিত্র যে বড় বড় কথা বলছেন, আগে তাঁরা প্রমাণ দিন যে, এই ছবিটা মা উড়ালপুলের ।"

ABOUT THE AUTHOR

...view details