কলকাতা, 12 সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচনের মুখে উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে উড়ালপুল বিতর্ক তৃণমূল কংগ্রেসকে বাড়তি ডিভিডেন্ড দিতে চলেছে । উত্তরপ্রদেশে উন্নয়নের ফিরিস্তি দেওয়া যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Ad) ছবিতে মা উড়ালপুলের (Maa Flyover) ছবি ব্যবহারকে চুরি হিসেবেই দেখছে তৃণমূল ৷ এই নিয়ে একযোগে সরব হয়েছে কংগ্রেস ও বামেরাও ৷ যদিও ওটা মা উড়ালপুলের ছবি, এ কথা মানতে নারাজ রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু ।
ভোটের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে তাঁর উন্নয়নের ফিরিস্তি ছাপছেন । এমনই একটি বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের পাশে যে উড়ালপুলটি দেখা যাচ্ছে, তা আদৌ উত্তরপ্রদেশেরই নয় বলে দাবি বিভিন্ন মহলে ৷ কারণ ছবিটি এক নজর দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটি বাংলার গর্ব মা উড়ালপুলের ছবি । শুধু তাই নয়, এই উড়ালপুলের উপর জ্বলজ্বল করছে হলুদ ট্যাক্সি । যা এই সময় এখনও পর্যন্ত শুধু কলকাতার বুকেই দেখা যায় । আর এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা ।
আরও পড়ুন:Yogi Adityanath Ad : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার
এ দিন এই নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায় (Tapash Roy) । তাঁর অভিযোগ, বিজেপির নিজস্ব উন্নয়ন বলতে কিছুই নেই । তাই ডবল ডেকার সরকার থেকেও এ রাজ্যের মা উড়ালপুলের ছবি চুরি করতে হচ্ছে । তিনি আরও বলেন, ‘‘এটাই বিজেপির সংস্কৃতি । বাংলার সাম্প্রদায়িক হিংসা বোঝাতে কখনও চলচ্চিত্রের ছবি ব্যবহার করা হয় । কখনও বাংলাদেশের ভিডিয়োকে পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়া হয় । আবার উত্তরপ্রদেশের উন্নয়ন বোঝাতে বাংলার মা উড়ালপুল দেখাতে হয় ।’’ তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ যে ডবল ডেকার সরকারে বিশ্বাস না-রেখে ঠিক করেছে, তা প্রমাণ হয়ে গেল এ দিন । একই সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল, বাংলার উন্নয়ন গোটা দেশের জন্য মডেল ।’’