কলকাতা, 14 জুলাই:পঞ্চায়েত ভোট পরবর্তী সংঘর্ষ এবার শহর কলকাতায় । দক্ষিণ দমদমে তৃণমূল মহিলা কাউন্সিলরকে মারধরের অভিযোগ । জানা গিয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর গোপা পান্ডের উপর হামলা হয়েছে । 21 জুলাই উপলক্ষে একটি সভার আয়োজন করেন গোপা পাণ্ডে । অভিযোগ, ঠিক সেই সময়ে তাঁর উপর হামলা চালায় এলাকায় দুই দুষ্কৃতী কালী ও ভোম্বল । 2 জনই তৃণমূল সমর্থক বলে খবর ৷ হামলার জেরে বৃহস্পতিবার রাতে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় অশান্ত হয় । আহত কাউন্সিলরকে ভর্তি করা হয় স্থানীয় পৌর হাসপাতালে ।
স্থানীয়দের একাংশের দাবি, 3 ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা চলেছে । চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠরাই গোপা পাণ্ডের উপর হামলা চালায়। হামলর কারণ এখনও স্পষ্ট না হলেও তিন নম্বর ওয়ার্ডে মহিলা প্রেসিডেন্ট রত্না দাস জানাচ্ছেন, 21 জুলাইয়ের প্রস্তুতি সভা বানচাল করতেই এই হামলা চলে ৷ এদিন 21 জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখছিলেন গোপা পাণ্ডে । তখনই তাঁর উপর হামলা চলে । মারধর করা হয় অন্য কর্মী-সমর্থকদের । আহত হয়েছেন খোদ রত্না দাসও ।