কলকাতা, 4 মে : রাজ্যের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ! গত 2 মে একুশের জয়ের বর্ষপূর্তি উপলক্ষে শাসকদলের দুই নেতা এরকম ইঙ্গিত করেই পোস্ট করেন ৷ যা নিয়ে তৃণমূলের অন্দরেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷ পোস্টদাতাদের মধ্যে একজন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ কুণালের ভবিষ্যদ্বাণী, "2036 সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর অভিভাবক হিসেবে পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" অপরজন হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ মমতাকে 2024 সালে প্রধানমন্ত্রীর পদে এবং অভিষেককে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন তিনি ৷
সোশ্যাল মিডিয়ার এই দুটি পোস্ট নিয়েই এখন বাংলার রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা ৷ বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না ৷ বিজেপি নেতা রাহুল সিনহা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা মুখ খুলেছেন ৷ অধীরের মতে, মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে তোষামোদ করার কাজ চলছে ৷ রাহুল সিনহা বলেন, প্রধানমন্ত্রীর গদির টোপ দেখিয়ে মমতাকে সিংহাসন ছাড়া করার ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ সেই সুরে সুর মিলিয়ে আজ তৃণমূলকে বিঁধলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Mocks TMC) ৷ তাঁর মতে, "তৃণমূলের এখন নতুন কর্মসূচি শুরু হয়েছে ৷ দিদি হটাও ৷"