কলকাতা, 27 নভেম্বর: বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছিল সবে ৷ কিন্তু গোড়াতেই খাঁড়া হয়ে নেমে এল দুই দলের বিবাদ (TMC-Congress Conflict) ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেন্দ্রের বিরুদ্ধে সংসদেও কংগ্রেসের সঙ্গে একজোট হতে নারাজ তৃণমূল ৷ এতে বিজেপি শিবিরের পালে হাওয়া লাগলেও, কংগ্রেসের প্রতি অসন্তোষ নিয়ে আর কোনও রাখঢাকও করতে চাইছে না তারা ৷
বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের সক্রিয়তা নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন তুলে আসছেন তৃণমূল নেতৃত্ব ৷ সংসদে শীতকালীন অধিবেশনের (Winter Session of parliament) আগে যখন কেন্দ্রকে প্রশ্নবাণে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির, সেই সময়ও কংগ্রেসের প্রতি অসন্তোষ তুলে ধরল তৃণমূল ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দলের এক শীর্ষস্থানীয় নেতা জানান, জনস্বার্থে বিরোধী দলগুলির সঙ্গে একজোট হয়ে সংসদে কেন্দ্রের বিরোধিতা করা হবে ৷ কিন্তু কংগ্রেসের সঙ্গে সমন্বয় বজায় রাখতে একেবারেই আগ্রহী নয় দল ৷
শুধু তাই নয়, 29 নভেম্বর বিরোধী দলগুলিকে নিয়ে যে বৈঠকের ডাক দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Leader of Opposition Mallikarjun Kharge), তাতেও তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা কম ৷ তৃণমূলের ওই নেতার দাবি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাই নেই কংগ্রেস নেতৃত্বের ৷ ওই দিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সমব্নয় কমিটির বৈঠক ডেকেছেন ৷ সংসদে দলের অবস্থান কী হবে, সেখানে দলনেত্রীই তা ঠিক করে দেবেন ৷
আরও পড়ুন:KMC Election 2021: বামেদের জোটবার্তায় সাড়া না দিয়ে কলকাতার পৌরভোটে প্রার্থী দিচ্ছে কংগ্রেস
কংগ্রেসের প্রতি বিতৃষ্ণা উগরে দিতে গিয়ে ওই তৃণমূল নেতা বলেন, ‘‘শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় রাখাতেই আগ্রহী নই আমরা ৷ আগে দলের অন্দরে সমন্বয় গড়ে তুলুক কংগ্রেস ৷ নিজের ঘর ঠিক করুক আগে ৷ তার পর অন্যদের এক ছাতার তলায় নিয়ে আসার কথা ভাববে ৷ অন্য বিরোধী দলের সঙ্গে সংসদে মানুষের সমস্যা তুলে ধরব আমরা ৷ তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের বৈঠকে হয়ত যোগ দেওয়া হবে না ৷’’