পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maheshtala TMC Inner Clash: মহেশতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি - TMC factional clashes in Maheshtala

মহেশতলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি, এলাকায় পড়ল বোমা (TMC factional clashes in Maheshtala) ৷ এলাকা থেকে বোমা উদ্ধার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।

TMC clash in maheshtala
মহেশতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় চাঞ্চল্য়

By

Published : Mar 28, 2022, 7:24 PM IST

মহেশতলা, 28 মার্চ: পানীয় জলের লাইন জোড়া নিয়ে মহেশতলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে এল (TMC factional clashes in Maheshtala) ৷ এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা ৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতি রামনরেশ যাদবের সঙ্গে মহেশতলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিংয়ের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় পড়ল বোমা, চলল গুলি। সূত্রের খবর, একটি পানীয় জলের লাইন জোড়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় কাউন্সিলর নিজে বলছেন, আমি আমার পদ থেকে ইস্তফা দিতে চাইছি। অভিযোগ, রবিবার রাতে কে বা কারা ওঁর দলীয় অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ সোমবার সকালে একটি বোমা উদ্ধারও করে গার্ডেনরিচ থানার পুলিশ। ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ।

আরও পড়ুন :Tmc Inner Clash In Deganga: মাটি কাটা নিয়ে দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত 12

প্রসঙ্গত, 1 নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো পোস্ট অফিস গলির ওই পানীয় জলের পাইপ লাইনটি জুড়ে দিলে প্রায় আড়াইশো পৌরবাসী উপকৃত হবেন। সেই কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ এবিষয়ে যিনি ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং তৃণমূল ওয়ার্ড সভাপতি রামনরেশ যাদব বলেন, "একটি চারচাকা গাড়িতে রোগী নিয়ে যেতে অসুবিধা হওয়ায় আমার লোকেরা গিয়ে বলেছে খানিকক্ষণের জন্য কাজটা বন্ধ রাখা হোক। তাকেই কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে কাউন্সিলরের অনুগামীরা এই ঝামেলাটা করেছে। আমি নিজেও চাই ওয়ার্ডের উন্নতি হোক।"

পাশাপাশি বোমা-গুলি প্রশ্নে উনি জানান, প্রশাসন তদন্ত করুক ৷ যারা দোষী তারা শাস্তি পাক। প্রয়োজন হলে ওখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details