কলকাতা, 8 জুলাই : ভেড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত বিধাননগর দক্ষিণ থানা এলাকা ৷ জখম হয়েছে দু'পক্ষের একাধিক জন ৷ ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ৷ জখমদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতাল ও স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷
আজ ভোররাতে থাকদারি দিলের ভেড়ি দখলকে কেন্দ্র করে ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ অভিযোগ, সেই সময় গুলি ও বোমা ছোড়া হয় ৷ 20টির মতো বাইক ভাঙচুর করে ভেড়িতে ফেলে দেওয়া হয় ৷