পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধাননগরে ভেড়ি দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, চলল গুলি-বোমা - kolkata

ভেড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ৷

ছবি
ছবি

By

Published : Jul 8, 2020, 12:50 PM IST

কলকাতা, 8 জুলাই : ভেড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত বিধাননগর দক্ষিণ থানা এলাকা ৷ জখম হয়েছে দু'পক্ষের একাধিক জন ৷ ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ৷ জখমদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতাল ও স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আজ ভোররাতে থাকদারি দিলের ভেড়ি দখলকে কেন্দ্র করে ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ অভিযোগ, সেই সময় গুলি ও বোমা ছোড়া হয় ৷ 20টির মতো বাইক ভাঙচুর করে ভেড়িতে ফেলে দেওয়া হয় ৷

এক গোষ্ঠীর তরফে দীপঙ্কর প্রামাণিক নামে একজন বলে, "সন্ধে নাগাদ দিলের ভেড়িতে বসে ছিলাম । সেই সময় বিধাননগর পৌরনিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর অনুগামী প্রায় 200-250 লোক আমাদের উপর হামলা চালায় । প্রত্যেকের কাছে বড় বড় বন্দুক ছিল ৷ "

গোষ্ঠী সংঘর্ষে ভেঙেছে একের পর এক বাইক

অন্যদিকে আর এক গোষ্ঠীর দাবি, দীপঙ্কর প্রামাণিকের লোকজন আমাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোমা ছুড়তে থাকে ৷ ভেঙে ফেলা হয় প্রায় 20টি বাইক ।

ABOUT THE AUTHOR

...view details