কলকাতা, 10 জুলাই : নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরে চার জেলার দলীয় নেতাদের উদবুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় নিজের ঘরে বসে দলীয় নেতাদের তিনি বার্তা দেন, "সকলে নিজের প্রতি আস্থা রাখুন । নিজেদের পায়ে দাঁড়ান । পরনির্ভরশীল হবেন না ।"
নিজের প্রতি আস্থা রাখুন, জেলা নেতৃত্বকে বার্তা মমতার - westbengal assembly
জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুনলেন নানা অভাব-অভিযোগ ।
লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল খুব একটা ভালো হয়নি । বেশ কিছু আসন কমেছে । আবার জেলা নেতৃত্বের ক্ষোভ-অসন্তোষের বিষয়টি বার বার সামনে আসছে । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা ।
বৈঠকে চার জেলার বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন মমতা । কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়েও আলোচনা করেন । সেই বৈঠকেই কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন মমতা ।