কলকাতা, 24 মে : ক্ষতি যা হওয়ার হয়ে গেছে । গেরুয়া ঝড়ে নড়ে গেছে মমতার যাবতীয় প্রতিরোধ । 2 থেকে রকেট গতিতে 18-তে উঠে এসেছে BJP । অন্য দিকে, 34 থেকে 22-এ নেমে এসেছে তৃণমূলের আসন সংখ্যা । কিন্তু, কেন এমন হল পরিস্থিতি ? এই বিষয়গুলি নিয়েই পর্যালোচনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । আগামীকাল কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষকদেরও ।
এবারের লোকসভা ভোটে প্রথম থেকেই মোদি বিরোধী সুরকে সপ্তমে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল নির্ধারকের ভূমিকা নেবে বলেও দাবি করেছিলেন তিনি । একই সঙ্গে মমতার দাবি ছিল, 42-এ 42 । কিন্তু, গতকাল ভোটের ফল প্রকাশের পর মমতার স্বপ্নের ফানুস কার্যত চুপসে গেছে । শুধু লোকসভা ভোটই নয়, বিধানসভা হিসেবেও হাল বেশ খারাপ । লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩৬টি বিধানসভায় হার । বিধানসভার উপনির্বাচনেও আটটির মধ্যে তিনটিতে জয় । BJP-র জয় চারটিতে, একটিতে কংগ্রেস । কিন্তু, কেন হল এমন পরিস্থিতি ? তৃণমূল সূত্রে খবর, এবারের ফল নিয়ে পোস্টমর্টেম করতেই আগামীকালের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী ।