কলকাতা, 8 জুলাই :ব্যালট বাক্স বদল করার অভিযোগ এনে তৃণমূলের বিরুদ্ধে টুইট বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর ৷ তাঁর দাবি, প্রশাসনের মদতেই এই কাজ বিভিন্ন বুথে করে চলেছেন তৃণমূলের কর্মীরা ৷ বিশেষ করে মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাগাতার ব্যালট বাক্স লুঠ চলছে বলে তিনি জানান। শুধু তাই নয়, ব্যালট বাক্স বদলেও দেওয়া হয়েছে বলে দাবি এই বিজেপি নেতার ৷ ভোট পর্ব শেষ হতেই রবিবার সকালেই টুইট-ঝড় মালব্যের । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশন জোটবদ্ধ হয়েই এই অশান্তি ঘটিয়েছে । "
শনিবার পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় হিংসা, হানাহানি, মৃত্যু ঘটেই চলেছে । সময় যত এগোয় ততই হিংসার ছবি মারাত্মক হয়েছে । বিশেষ করে ভোট বাক্স লুঠ, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এমনই আবহে মালব্যের টুইটে গাজোলের হাজি নাকো এমডি হাই স্কুলের কথা উল্লেখ করা হয়েছে । তাঁর দাবি, বিজেপি সাংসদ খগেন মুর্মু, স্থানীয় বিজেপি বিধায়ক, জেলা পরিষদের বিজেপি প্রার্থী নিজেদের উদ্যোগে ভোট লুঠ আটকায় বলেই অভিযোগ ।