কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েতের ফল এবং রাজ্যে ভোট হিংসা নিয়ে হইচইয়ের মধ্যেই বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার ছয় প্রার্থী । গত দুদিন ধরে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন নিয়ে প্রস্তুতি চলছে । সেইমতো এদিন তৃণমূল কংগ্রেসের ঘোষিত 6 প্রার্থী ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকরা বেলা বারোটার মধ্যেই বিধানসভায় পৌঁছে যান ।
এরপর দুপুর দুটো নাগাদ রাজ্যসভার নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিধানসভার সচিবের ঘরে গিয়ে এই 6 প্রার্থী তাদেঁর মনোনয়নপত্র জমা দেন । মনোনয়ন পর্ব চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়, নির্মল ঘোষের মতো দলের প্রবীণ নেতারা । এদিন মনোনয়ন জমা দেওয়ার পর এই ছয় নেতাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন । একইসঙ্গে তাঁরা সমস্বরে জানিয়েছেন, আগামী দিনে তাঁদের লক্ষ্য হবে মোদি সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করা ।
প্রসঙ্গত জুলাই এবং অগস্ট মাসে রাজ্যসভায় বিভিন্ন রাজ্য থেকে প্রায় দশটি আসন ফাঁকা হচ্ছে । এরমধ্যে ছটি আসন হল এই রাজ্যের । এই ছটি আসনেই নির্বাচন হবে 24 জুলা ই। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনো ফেলেরিওর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনেও উপনির্বাচন হচ্ছে একই দিনে । আগামিকাল এই সাত আসনে মনোনয়নের শেষ । একদিন বাকি থাকতেই তৃণমূলের হাতে থাকা ছটি রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দিলেন গলের প্রার্থীরে ৷