কলকাতা, 16 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকই দেখছে রাজনৈতিকমহল ৷ এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে জয় পেল ঘাসফুল শিবির ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন 3 লক্ষে 3 হাজার 209 ভোটে (TMC candidate Shatrughan Sinha wins in Asansol By Poll) ৷ তাঁর প্রাপ্ত ভোট 6 লক্ষ 56 হাজার 358 ৷ এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে 56.62 শতাংশ ভোট ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পেয়েছেন 3 লাখ 53 হাজার 149টি ভোট ৷ গেরুয়া শিবির পেয়েছে 30.46 শতাংশ ভোট ৷
ভোটের এই ফলাফলে অন্য ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল ৷ আসানসোলে যে অবাঙালি ভোট ব্যাংক এতদিন বঙ্গ বিজেপির সব থেকে বড় পুঁজি ছিলও তাতেও এবার থাবা বসিয়েছে তৃণমূল ৷ বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে এই কেন্দ্রে দাঁড় করিয়ে হিন্দিভাষী ভোট নিজেদের দিকে টানতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তকে তাই মাস্ট্রারস্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে ৷ 2014 ও 2019 লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভায় ফুটেছিল পদ্ম ফুল ৷ জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ তার আগে আসানসোল বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল ৷ আর এবার সেখানে তৃণমূলের ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা ৷
আরও পড়ুন : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আসানসোলে জিততে এবার মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস ৷ হিন্দিভাষী ভোটের অঙ্কও মাথায় ছিল তৃণমূল নেত্রীর ৷ শত্রুঘ্ন সিনহাকে তাঁর প্রার্থী নির্বাচনে অনেকেই অবাক হয়েছিলেন প্রথমে ৷ উঠেছিল বহিরাগত তত্ত্ব ৷ তৃণমূলের বিরুদ্ধে এই তত্ত্ব সামনে এনে প্রচারেও ঝড় তুলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ মমতার সফল চালে হিন্দিভাষী ভোটের কার্যত ঢল নেমেছে তৃণমূলের পক্ষে ৷ বড় ব্যবধানে বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মাত করে দিয়েছেন বিরোধীদের ৷ বিরোধী প্রার্থীদের 'খামোশ' করিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷