কলকাতা, 21 ডিসেম্বর: এবারের কলকাতা পৌরভোটে 96 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন বসুন্ধরা গোস্বামী ৷ বাম আমলে রাজ্যের মন্ত্রী তথা প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা তিনি ৷ মঙ্গলবার বেরিয়েছে কলকাতা পৌরনিগমের ভোটের ফল ৷ প্রত্যাশিত জয় পেয়েছেন ক্ষিতি কন্যা (TMC candidate Basundhara Goswami wins from 96 number ward in KMC Election 2021) ৷ নিজের এই জয় সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দিয়েছেন তিনি ৷
জয়ের পর ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই জয় মমতা বন্দ্য়োপাধ্যায়ের জয় ৷ তাঁর উন্নয়নের কাজের জয় ৷ তারই প্রতিফলন ধরা পড়েছে ৷ উন্নয়নই চায় তিলোত্তমা, তাই এই জয় ৷" বসুন্ধরা এদিন আরও বলেন, "আমার বাবা বামপন্থী রাজনীতি করতেন, কিন্তু আমি কোনও দিন কোনও বামপন্থী দলের সদস্য ছিলাম না ৷"