পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরু পাচারকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ মিশ্র

বিকাশ মিশ্র হ্যান্ডেলারের কাজ করতো। ইডির খবর কয়লা পাচার এবং গরু পাচারের টাকা মূলত বিনয় মিশ্রের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতো বিকাশ মিশ্র। সেখান থেকে তার বেশ কয়েক কোটি টাকা কমিশন আসত বলে সূত্রের খবর।

cow smuggling case
ইডি

By

Published : Mar 16, 2021, 5:26 PM IST

কলকাতা, 16 মার্চ : গরু পাচার কাণ্ডে দিল্লি থেকে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিত্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তাকে নিজেদের হেফাজতে নিয়ে গরু এবং কয়লা পাচারকাণ্ডে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করবেন গোয়েন্দারা।


জানা গেছে, একাধিকবার বিকাশ মিশ্রকে তলব করেছিল ইডি।হাজিরাও দিয়েছিলেন তিনি। বেশ কিছু প্রশ্ন করা হয় তাকে৷ মূলত টাকা কিভাবে পাচার হতো এবং গরু পাচারের সমস্ত তথ্য কীভাবে কার কাছে যেত৷ কিন্তু বেশ কয়েকবার একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যায় বিকাশ মিশ্র। আজ তাকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ
সূত্রের খবর, বিকাশ মিশ্র হ্যান্ডেলারের কাজ করতো। ইডি খবর কয়লা পাচার এবং গরু পাচারের টাকা মূলত বিনয় মিশ্রের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতো বিকাশ মিশ্র। সেখান থেকে তার বেশ কয়েক কোটি টাকা কমিশন আসত বলে সূত্রের খবর।


যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তার দাদা বিনয় মিশ্র ফেরার রয়েছে। তার বিরুদ্ধে রেড কার্পেটে ওয়ারেন্ট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ABOUT THE AUTHOR

...view details