কলকাতা, 14 এপ্রিল:ভোটমুখী বঙ্গে দু'দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সফর শুরু আজ থেকে ৷ আর তা নিয়ে শুরু রাজনৈতিক টানাপোড়েন ৷ বিজেপির দাবি, অমিতের আগমনের খবরেই চাঙ্গা দলের নিচুতলার নেতাকর্মীরা ৷ তাঁদের আশা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের সুফল আসন্ন পঞ্চায়েত ভোটে পাবে গেরুয়া শিবির ৷ মানতে নারাজ রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের পালটা বক্তব্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেও ঘন ঘন বাংলায় এসেছিলেন শাহ-মোদিরা ৷ তাতে তৃণমূলের কোনও ক্ষতি হয়নি ৷ বরং রেকর্ড জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায় দল ৷ তাই ভোটের আগে অমিতের বঙ্গসফরকে তৃণমূলের পক্ষে 'ইতিবাচক' হিসাবেই দেখছে ঘাসফুল শিবির !
অমিত শাহের বঙ্গসফর নিয়ে বৃহস্পতিবার কিছু মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ যার মোদ্দা কথা হল, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ঘন ঘন রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রতিটি নির্বাচনী সভা থেকেই তাঁরা স্লোগান তুলেছিলেন, 'অব কি বার, দোশো পার' (এবার দু'শোরও বেশি) ! কিন্তু সেবার বিজেপি একশোও পার করতে পারেনি ! তাই মহুয়া মনে করেন, পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগে অমিত শাহের এই রাজ্য সফর আদতে তৃণমূলের জয়ের ইঙ্গিত !
একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায়ের গলাতেও ৷ তিনি বলেন, "আসলে অমিত শাহের রাজ্যে আসার নিট ফল শূন্য ! বিধানসভা নির্বাচনের আগেও তিনি এসেছিলেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ এবারও হবে না ৷ বরং তিনি যখন আগেরবার এসেছিলেন, তৃণমূল জয়যুক্ত হয়েছিল ! অর্থাৎ এবারও তেমনই ফল আশা করছেন সৌগত ৷"