গড়িয়া, 24 এপ্রিল : গড়িয়ার পুলিশপাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন BJP কর্মীরা । ঘটনাটি ঘটে রানাভুতিয়া টোটো স্ট্যান্ডের কাছে । 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাঁদের সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহতরা হলেন বিশ্বজিৎ বড়ুয়া ও পার্থসারথি হালদার । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।
এই ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বে BJP কর্মী সমর্থকরা নরেন্দ্রপুর থানা ঘেরাও করেন । 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বড়সড় আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা । অভিযোগ, পুলিশপাড়া এলাকায় তাঁরা যখন BJP-র পতাকা লাগাচ্ছিলেন সেইসময় বাইক ও গাড়িতে করে 6-7 জন তৃণমূল কর্মী এসে তাঁদের মারধর করে ৷ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার । তিনি পালটা অভিযোগ করেন, BJP-র গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই দল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।