ট্যাংড়া, 6 জুলাই : ট্যাংড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় সংঘর্ষে আহত দু'পক্ষেরই বেশ কয়েকজন । এলাকা থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ বাহিনী ।
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ
ট্যাংড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । আহত দু'পক্ষেরই বেশ কয়েকজন । এলাকা থমথমে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ বাহিনী ।
গতকাল ঘটনার সূত্রপাত । তৃণমূল ও BJP উভয়ই একে অপরের বিরুদ্ধে গন্ডগোল বাঁধানোর অভিযোগ আনে । মথুরবাবু লেনে একটি বহুতল তৈরিকে কেন্দ্র করে বেআইনি কর্মকাণ্ড হচ্ছে, এমনটাই অভিযোগ তোলে বিরোধীরা । বিরোধীদের দাবি, এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে পৌরসভাতে অভিযোগও জানিয়েছে তারা । কিন্তু তাতে অবস্থার কোনও পরিবর্তন হয়নি ।
স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আগে BJP কর্মী-সমর্থকরা । এই ঘটনার প্রতিবাদে সরব হন ট্যাংড়া এলাকার বেশ কিছু BJP কর্মী । যদিও জীবনবাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কর্মীরা । তৃণমূলের তরফে অভিযোগ, BJP নেতা জয়দেব দাস এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে সন্ত্রাস চালাচ্ছে । সংঘর্ষের জেরে এখনও থমথমে গোটা এলাকা । টহল দিচ্ছে পুলিশ ।