পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Educationists Forum: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সদ্য পাওয়া ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্যদের - রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস

Educationists Forum Questions on Degree: সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয় ৷ সেখানে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন ৷ ওই সমাবর্তনে পড়ুয়াদের যে ডিগ্রি দেওয়া হয়, সেখানে সই আছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ৷ সেই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যরা ৷

Educationists Forum
Educationists Forum

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:07 PM IST

কলকাতা, 10 নভেম্বর: রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্বের শিকার কি হতে চলেছেন পড়ুয়ারা ? তাঁদের ডিগ্রির বৈধতা ঘিরে কি উঠতে পারে প্রশ্ন ? আদৌও কি বৈধ সদ্য অনুষ্ঠিত হওয়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ?

এই প্রশ্নগুলিই উঠতে শুরু করেছে শুক্রবার এডুকেশনিস্ট'স ফোরামের সাংবাদিক বৈঠকের পর ৷ তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যদের এই সংগঠনের দাবি, রেজিস্ট্রারের সই থাকা শংসাপত্রকে কেন্দ্র করে যদি কেউ ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন করে, তাহলে তা গ্রহণযোগ্য ।

উল্লেখ্য, সদ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । তবে ডিগ্রির যে শংসাপত্র পড়ুয়াদের দেওয়া হয়েছে, তাতে সই রয়েছে রেজিস্ট্রারের । যাকে ঘিরেই এবার প্রশ্ন তুললেন এডুকেশনিস্ট’স ফোরাম ।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, "2017-এর আইনে বলা আছে উপাচার্যরা আচার্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না । তাঁরা যোগাযোগ করতে পারবেন উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে । সমাবর্তনের প্রস্তাব যাবে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই ।" এর সঙ্গে তিনি নাম না করে বলেন, "সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে । সেখানকার শংসাপত্রে নাকি উপাচার্যের বদলে সই রয়েছে রেজিস্ট্রারের । ভবিষ্যতে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে ।"

এই বিষয়েই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "যে ছাত্র-ছাত্রীরা সমাবর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে ডিগ্রি নিচ্ছেন, তাঁরা বুঝতে পারছেন না আদৌও তাঁদের এই ডিগ্রি ভবিষ্যতে গ্রাহ্য হবে কি না । আমরা দেখেছি তাঁদের মধ্যে আনন্দ নেই । আইনের দ্বারা যে প্রক্রিয়াকে প্রকৃত বাস্তব বলে মেনে নেওয়া যায় না । সেই প্রক্রিয়ার ভিতরের কোনোটাই বৈধ হতে পারে না ।"

তবে এর পাশাপাশি এ দিন আচার্যের বিরুদ্ধে রাজ্যের বাইরে গিয়ে মুখ খোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন উপাচার্যরা । তাঁদের বিরুদ্ধে আচার্যের অভিযোগকে আবারও সামনে আনলেন তাঁরা । সেই অভিযোগের জন্য দুঃখপ্রকাশ না করলে দিল্লি-কোচিতে এবার সাংবাদিক বৈঠক হতে পারে বলে জানান প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সারা দেশের কাছে প্রশংসিত । কিন্তু তা যে রাজ্যপাল তথা আচার্যের সাহায্যে ধ্বংস করা হচ্ছে, তা সারা দেশের মানুষের জানা উচিত । আচার্য কীভাবে এখানকার শিক্ষাবিদদের অপমান করছেন, তা কেন্দ্রীয় সরকারের নজরেও আসা উচিত । সাম্প্রতিক কালে ওঁর আচার-আচরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কথা হচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘যতক্ষণ না উনি সেগুলি অমান্য করছেন, ততক্ষণ সেগুলির সত্যতা রয়েছে । আমরা চাইছি না এই বিষয়গুলি নিয়ে মুখ খুলি । কিন্তু উনি আমাদের বিরুদ্ধে যে কথা গুলি বলেছেন, তার জন্য দুঃখ প্রকাশ না করলে ওঁর বিরুদ্ধেও আমারা মুখ খুলব কলকাতা, দিল্লি, চেন্নাই ও কোচিতে ।"

আরও পড়ুন:

সুপ্রিম কোর্টের নির্দেশে খুব দ্রুত নিয়োগ হবে উপাচার্য, সমাবর্তনে জানালেন রাজ্যপাল

উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ সুজনের

খলজি ভেবেছিলাম, তুঘলক হবে বুঝিনি; রাজ্যপালকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details