কলকাতা, 12 সেপ্টেম্বর: বুধবার নয়াদিল্লিতে হওয়ার কথা 'ইন্ডিয়া' জোটের সমন্বয়ে বৈঠক রয়েছে। এই বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ৷ 'ইন্ডিয়া' জোটের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তলবে রাজনৈতিক প্রতিহিংসা বলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। উভয়েরই বক্তব্য, প্রতিহিংসা থেকেই 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিন অভিষেককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র সমন পাঠানো হয়েছে । এদিন শশী পাঁজা বলেন, "ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপির পরাজয়ের অবসম্ভাবী ফল হল ইডি-র সমন । ধূপগুড়ির সিটটা ছিল বিজেপির। উপ-নির্বাচনে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই হারটা সহ্য করতে না-পারার জন্যই অভিষেকের ওপর রাগ।"
তাঁর আরও দাবি, আসলে 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছে বিজেপি । আর সেই কারণেই প্রথম সমন্বয় বৈঠকে অভিষেক যাতে যোগদান করতে না-পারে সেজন্যই এই সমন । এদিন বিজেপিকে আরও একবার ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। তার খোঁচা, বিজেপি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে, যেখানে দুর্নীতিবাজরা প্রবেশ করলেই সমস্ত অভিযোগ মুক্ত হয়ে যান।
এদিন শশী পাঁজা আরও বলেন,"এই ধরণের অসংখ্য উদাহরণ রয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, কে নেই এই তালিকায় ! আজ যে শুভেন্দু অধিকারীকে দেখছেন বিজেপিতে যাওয়ার আগে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু যখন তিনি শিবির বদল করে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তখন তিনি সমস্ত অভিযোগমুক্ত । আমরা দেখে অবাক হচ্ছি, এই ইডি এবং সিবিআই তার দিকে তাকাচ্ছেই না ।