কলকাতা, 16 নভেম্বর : সরকারি নির্দেশ মতো আজ থেকে ফের খুলে গিয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেট ৷ খোলার প্রথম দিনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যে স্লোগানের লড়াই ৷
Presidency University : খুলতেই বিপত্তি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি-এসএফআইয়ের স্লোগানের লড়াই - sfi
শুরুর দিনেই বাধল গোল ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সামনে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের স্লোগান যুদ্ধ ৷ কিন্তু কেন ?
তৃণমূল ছাত্র পরিষদের তরফে এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে একটি হেল্প ডেস্ক বসানো হয় ৷ এসএফআইয়ের অভিযোগ, হেল্প ডেস্কে বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়া ছিল না ৷ বহিরাগতদের এনে তৃণমূল হেল্প ডেস্ক বসানোয় স্লোগান দিতে থাকে তারা ৷
অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের তরফে পাল্টা অভিযোগ করে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন । তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেভাবে হেল্প ডেস্ক বসানো হয়েছে, ঠিক সেভাবেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরেও হেল্প ডেস্ক বসানো হয়েছে । এই ডেস্কের মাধ্যমে মাস্ক-স্যানিটাইজার ও বিভিন্ন রকমের স্বাস্থ্যবিধি মেনে চলার সম্বন্ধে পরামর্শ দেওয়া হচ্ছে । এখানে ছাত্র-ছাত্রীদের কোনওরকম সমস্যা থাকতে পারে না বলে মত তৃণমূল ছাত্র পরিষদের ।
আরও পড়ুন :Mamata Banerjee : মহিলাদের ডিলারশিপ দিতে জোর মুখ্যমন্ত্রীর