কলকাতা, 13 জানুয়ারি: এবার গঙ্গা আরতিকে নিয়ে রাজনৈতিক তরজায় শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি'র মধ্যে । গেরুয়া শিবিরের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি-কে গঙ্গা আরতি থেকে আটকানোর চেষ্টা করা হলেও সরকারের সেই চেষ্টাকে ব্যর্থ করেই গঙ্গারতি (Ganga Aarti ) করেছেন বিজেপি নেতারা । অতএব রাজ্য চেষ্টা করেও তাঁদের আটকাতে পারেনি বলেই দাবি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের (BJP Leaders performed Ganga Aarti) ।
কিন্তু শুক্রবার গঙ্গা আরতি নিয়ে মুখ খুলে পালটা বিজেপি নেতাদের নিশানা করল তৃণমূল । এমনকি রাজ্যের শাসকদলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি করে রাজ্যের হিন্দুদের অপমান করেছেন বিজেপি নেতারা । প্রসঙ্গত রাজ্যের শাসক দলের তরফ থেকে এদিন একটি ভিডিও প্রকাশ করা হয় । সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গঙ্গা আরতি করছেন । তার সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরাও। এই ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দাবি করেছে সৌমিত্র খাঁ যে পদ্ধতিতে গঙ্গারতি করেছেন তা সঠিক নয় (TMC raised question on Ganga Aarti of Saumitra Khan ) । আর এমনটি করে মা গঙ্গার অপমান করেছে বিজেপি (Saumitra Khan performed Ganga Aarti)।
এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । সেই ভিডিয়োও প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে ৷ তিনি দাবি করেছেন, আসলে ধর্মীয় রীতির উলটো দিকে হাত ঘুরিয়ে গঙ্গা আরতি হিন্দু রীতিনীতির অসম্মান । যারা নিজেদের প্রকৃত হিন্দু বলে দাবি করেন, তাদের ধর্মের প্রতি এই অনাচার আদতে হিন্দু ধর্মের প্রতি অপমান বলেই মনে করছেন তিনি । একইভাবে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন, রাজ্য সরকারের অপর মন্ত্রী শশী পাঁজা । তিনিও বলেছেন, "সৌমিত্র খাঁ যেভাবে গঙ্গা আরতি করেছেন সেটা ধর্মের অবমাননার সামিল । কখনওই অ্যান্টিক্লক ওয়াইজ (ঘড়ির কাঁটার উলটো দিকে) হাত ঘুরিয়ে গঙ্গা আরতি হয় না । এমনটা করে গঙ্গা মায়ের অসম্মান করেছেন তিনি ।"