পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল, BJP বিভেদের রাজনীতি করছে, কটাক্ষ সেলিমের - CPI(M) পলিট বিউরো নেতা

নাগরিকত্ব সংশোধনী আইনের উদ্দেশ্য মহৎ নয় ৷ BJP বিভাজনের রাজনীতি করছে ৷ ধর্মের নামে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করলেন CPI(M) পলিটবিউরো নেতা মহম্মদ সেলিম ৷ সংখ্যাগরিষ্ঠতার জোরে কারও কথা না শুনে, দেশের বিশিষ্ট মানুষদের মতামতকে তোয়াক্কা না করে রাজনৈতিক এজেন্ডার জন্য দিশাহীনভাবে কাজ করে চলেছে দেশের সরকার ৷ আজ এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মহম্মদ সেলিম ৷

মহম্মদ সেলিম
মহম্মদ সেলিম

By

Published : Dec 17, 2019, 9:14 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের উদ্দেশ্য মহৎ নয় ৷ BJP বিভাজনের রাজনীতি করছে ৷ ধর্মের নামে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করলেন CPI(M) পলিটবিউরো নেতা মহম্মদ সেলিম ৷

মানুষের অধিকারকে পদদলিত করার চেষ্টা করছে দেশের সরকার ৷ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলোকে এ রাজ্যের সরকার সমর্থন করছে ৷ দেশের জনগণকে ভাগ করার চক্রান্ত করছে ৷ মূল পরিচালনায় রয়েছে BJP ৷ সংখ্যাগরিষ্ঠতার জোরে কারও কথা না শুনে, দেশের বিশিষ্ট মানুষদের মতামতকে তোয়াক্কা না করে রাজনৈতিক এজেন্ডার জন্য দিশাহীনভাবে কাজ করে চলেছে দেশের সরকার ৷ আজ এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মহম্মদ সেলিম ৷

নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে সরব গোটা দেশ ৷ সরকার মানুষের অধিকারকে ধ্বংস করছে বলে জানান তিনি ৷ শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের অন্ধকারে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালিয়েছে পুলিশ ৷ লাঠিচার্জ করা হয়েছে ৷ সমস্ত ঘটনার নিন্দা করে মহম্মদ সেলিম জানান, দলমত নির্বিশেষে সকলে এর প্রতিবাদ জানিয়েছে ৷ দেশ-বিদেশে সর্বত্র ছাত্রসমাজ ক্ষোভে ফেটে পড়েছে ৷ সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে ৷ কখনও রোহিঙ্গা, কখনও অনুপ্রবেশকারী তকমা লাগানো হচ্ছে ৷

রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ি করলেন মহম্মদ সেলিম

মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন মহম্মদ সেলিম ৷ বলেন, "বিধানসভায় ভাঙচুরের সময় মনে ছিল না মুখ্যমন্ত্রীর যে, সেটাও রাজ্যের সম্পত্তি ৷ আজ তিনি বলছেন, জাতীয় সম্পত্তি ভাঙবেন না ৷" রাজ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ি করেছেন তিনি ৷ রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছে কেন কোনও খবর ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । রাজ্যের বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সেলিম ৷ বলেন, "উত্তরপ্রদেশে যোগীর রাজত্বের মত এ রাজ্যেও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে । অসম, ত্রিপুরা, কাশ্মীরের একই অবস্থা । যা ঘটে চলেছে তা গণতান্ত্রিক নয় ।" এর দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে, বলে মন্তব্য করেছেন তিনি ।

RSS ও BJP চাইছে বিভাজনের রাজনীতি । বৃহত্তর ঐক্য গড়ে দেশের সংবিধানের পক্ষে যাঁরা রয়েছেন, তাঁদেরকে নিয়ে বৃহত্তর লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মহম্মদ সেলিম । ধর্ম নিরপেক্ষতার চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র করছে RSS, BJP এবং তৃণমূল ৷ 132 কোটি মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করছে দেশের সরকার । এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, এভাবে আন্দোলন করবেন না। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সেলিমের, "সিঙ্গুরে মোটর গাড়ি কারখানা নির্মাণের সময় তিনি যা করেছিলেন, তা কি ঠিক করেছিলেন ?"

ABOUT THE AUTHOR

...view details