কলকাতা, 8 অক্টোবর: তদন্তকারী সংস্থার সক্রিয়তাকে আত্মরক্ষার অস্ত্র বলছে তৃণমূল কংগ্রেস। রাজভবনের সামনে 100 দিনের কাজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজ চতুর্থ দিনে পড়ল। মানুষের দাবি আদায়ের আন্দোলনে ঠায় রাজভবনের সামনেই বসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই অবস্থায় রবিবার সকাল থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। সকাল সকাল সিবিআইয়ের দল পৌঁছে যায় তৃণমূলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম এবং মদন মিত্র-সহ একাধিক দলীয় নেতার বাড়িতে। সেইসঙ্গে তল্লাশি চলছে একাধিক বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে। সিবিআইয়ের এই তৎপরতা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এ বিষয়ে কুণাল এক্সে লিখেছেন, "অভিষেকের ধরনা হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে। তাতেও ফলশূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন। তাই নজর ঘোরাতে আবার রাজনৈতিক পরিকল্পনায় নামানো হয়েছে এজেন্সিকে। এটাই বিজেপির আত্মরক্ষার অস্ত্র। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।" একইভাবে এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
তিনি বলেন, "বিজেপি যেমন চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক তেমনভাবেই কাজ করছে। এটা ঠিক হচ্ছে না। সরকার আসে সরকার যায়। আজকে এনডিএ সরকার আছে কালকে অন্য কোনও সরকার আসতে পারে। কিন্তু সিবিআই এবং ইডি তো দেশে থাকবে। তাই তদন্তকারী সংস্থাগুলিকে অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। সিবিআই সরাসরি প্রধানমন্ত্রীর আওতাধীন একটি সংস্থা। তাদের উপরেও সরকারের চাপ রয়েছে। সেক্ষেত্রে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷