কলকাতা, 25 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল হলেন বাংলার কৃষকেরা । তৃণমূল কংগ্রেসের কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বে আন্দোলন অন্যমাত্রা পেল। রক্ত দিয়ে লিখে প্রতিবাদ জানান আন্দোলনরত কৃষকরা । মঞ্চে একে একে তাঁরা লেখেন "কৃষি বিল মানছি না"। কৃষি বিল প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন কৃষকেরা ।
কৃষি বিলের প্রতিবাদে অবস্থান - বিক্ষোভ তৃণমূল কৃষক সংগঠনের - কলকাতা তৃণমূল
সংসদে কৃষি বিল পাস হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে তামাম আন্দোলন শুরু করেছে বিরোধীরা । কলকাতায় পথে নেমে লাগাতার প্রতিবাদে সামিল হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস ।
সংসদে কৃষি বিল পাস হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে আন্দোলন শুরু করেছে বিরোধীরা । কলকাতায় পথে নেমে লাগাতার প্রতিবাদে সামিল হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস । ছাত্র সংগঠনের প্রতিবাদের পর গতকাল ও আজ পরপর দুদিন ধরে পথে নেমে আন্দোলন সংগঠিত করছে তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন । বেচারাম মান্নার নেতৃত্বে কলকাতার মেয়ো রোডের গান্ধি মূর্তি পাদদেশে দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা । কোনওভাবেই কৃষি বিলকে মানা হবে না বলে মঞ্চ থেকে আওয়াজ তোলেন কৃষকেরা । সরকারি সহায়ক মূল্যে কৃষি পণ্য বিক্রির দাবি জানায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজুর সংগঠন । ধান, শাক-সবজি সহ জমির বিভিন্ন ফসল প্রতিবাদ মঞ্চে রেখে চলে অবস্থান-বিক্ষোভ । কৃষকদের অধিকারে পুঁজিবাদীদের হস্তক্ষেপ কোনভাবেই মানা হবে না বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত কৃষকরা । পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, এই বিল বাতিল না হওয়া পর্যন্ত জারি থাকবে কৃষকদের এই আন্দোলন ।
প্রসঙ্গত, আন্দোলন বাড়াতে ইতিমধ্যেই দলের বিভিন্ন সংগঠনকে নির্দেশ দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে দলের সর্বস্তরের নেতাকর্মীরা । আজ রক্ত দিয়ে লিখে আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেল তৃণমূল কংগ্রেসের কৃষক - ক্ষেতমজুর সংগঠন ।