কলকাতা, 9 নভেম্বর : ছটপুজোর দিন পুণ্য অর্জনে গঙ্গাস্নান ও নদীর ধারে দণ্ডী কাটেন হাজার হাজার ভক্ত । তাই পুণ্যার্থীদের কথা ভেবে 2 দিন নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের যাতায়াত । আগামী 10 ও 11 নভেম্বর ভোর থেকে সন্ধে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে চক্ররেলের সময় । 10 নভেম্বর দুপুর 1টা থেকে পরের দিন অর্থাৎ 11 নভেম্বর 3টে পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।
10 নভেম্বর যে সব ট্রেনের সময় বদল হয়েছে
- 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ও আবার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
- 2 জোড়া ইএমইউ লোকাল শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে এবং ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
- 1 জোড়া ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশনের সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে আবার ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
- 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করে ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
- 1 জোড়া ইএমইউ লোকাল মাঝেরহাট স্টেশনে যাত্রা শেষ করে ফের ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
- এছাড়াও 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছাবে ।