কলকাতা, 26 নভেম্বর: কোভিড বিধি মেনে প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছিল । তবে পৌরনিগম নির্বাচনে (Kolkata Corporation Election 2021)প্রচারের সময়সীমা (Campaign for Kolkata Corporation Election 2021) আরও বাড়ানো হতে পারে । শুধুমাত্র কলকাতায় পৌর নির্বাচনের ঘোষণা করা নিয়ে এমনিতেই তোপ দেগে চলেছে বিরোধীরা । তার মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে এমনই তথ্য সামনে এল । কমিশনের (West Bengal Election Commission) তরফে এ নিয়ে শীঘ্রই ঘোষণা হতে পারে ।
বৃহ্স্পতিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় কমিশন জানিয়েছিল, সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না । তাতে রদবদল ঘটিয়ে রাত 8টা থেকে সকাল 9টা পর্যন্ত বড় মিটিং-মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন ।
আরও পড়ুন:Kolkata Corporation Election 2021: শুক্রবারই কলকাতা পৌর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল